চটজলদি পিজ্জা (Chatjoldi Pizza recipe in bengali)

Baby Bhattacharya
Baby Bhattacharya @babybhattacharya

#NoOvenBaking মাস্টার শেফ নেহার তৈরি চটজলদি পিৎজা রেসিপি দেখে আমিও তৈরি করে নিলাম । কিন্তু মুশকিল হল আমার আটার বদলে ময়দা নিতে হয়েছে । আর পিৎজার সৌন্দর্য যে চিজে, সেটা আমার ঘরে যৎ সামান্য ছিল, পিৎজা অনুযায়ী । আর এখন হাঁপ ও ফুল লকডাউনের ফলে আনা সম্ভবও হয় নি । পরে যদি আবারও সুযোগ পাই তবে তখন মনের মতো করে তৈরি করবো।

চটজলদি পিজ্জা (Chatjoldi Pizza recipe in bengali)

#NoOvenBaking মাস্টার শেফ নেহার তৈরি চটজলদি পিৎজা রেসিপি দেখে আমিও তৈরি করে নিলাম । কিন্তু মুশকিল হল আমার আটার বদলে ময়দা নিতে হয়েছে । আর পিৎজার সৌন্দর্য যে চিজে, সেটা আমার ঘরে যৎ সামান্য ছিল, পিৎজা অনুযায়ী । আর এখন হাঁপ ও ফুল লকডাউনের ফলে আনা সম্ভবও হয় নি । পরে যদি আবারও সুযোগ পাই তবে তখন মনের মতো করে তৈরি করবো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

5 মিনিট
1 সারভিং
  1. 1 কাপময়দা
  2. 1/2 কাপজল ঝরা টকদই
  3. 1টেবিল চামচ পিজ্জা টপিং
  4. 1/2টেবিল চামচ বাটার
  5. 1টেবিল চামচ পেঁয়াজ
  6. 1টেবিল চামচ ক্যাপ্সিকাম
  7. 1টেবিল চামচ টমেটো
  8. 1টেবিল চামচ পনির
  9. 1টেবিল চামচ সুইট কর্ণ
  10. 1/2টেবিল চামচ কাঁচা সবুজ ও লাল লঙ্কা
  11. 1টা কিউব আমূল চিজ
  12. 1/2টেবিল চামচ মিক্সড হার্ব

রান্নার নির্দেশ সমূহ

5 মিনিট
  1. 1

    একটা পাত্রে ময়দা নিয়ে তার মধ্যে অল্প অল্প করে টকদই দিয়ে মেখে নিতে হবে ।

  2. 2

    একটা এয়ার টাইট কনটেনারে রেখে,ঢাকনা টাইট করে বন্ধ করে ওভেনের পাশে রেখে দিতে হবে 1 ঘন্টা ।

  3. 3

    1 ঘন্টা বাদে আবারও অল্প মেখে নিতে হবে ।

  4. 4

    পুরো ডো দিয়ে একটা রুটির আকারে বেলে নিতে হবে । না মোটা না পাতলা এমন করে ।

  5. 5

    কাঁটা চামচ দিয়ে ফুটো ফুটো করে দিতে হবে পুরো টা ।

  6. 6

    ওভেনে ননস্টিকের প্যান গরম করে তার মধ্যে দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখতে হবে ।

  7. 7

    একপাশ সেঁকা হলে অন্য পাশ দিয়ে আবারও ঢাকা দিয়ে সেঁকে নিতে হবে ।

  8. 8

    সেঁকা হলে একটা পাত্রে নামিয়ে নিতে হবে ।

  9. 9

    উপর দিকে বাটার ব্রাশ করে দিতে হবে ।

  10. 10

    পিৎজা টপিং চামচ করে লাগিয়ে দিতে হবে ।

  11. 11

    একে একে টমেটো, ক্যাপ্সিকাম, পেঁয়াজ স্লাইস করে কেটে দিতে হবে । পনির ছোট ছোট টুকরো করে দিতে হবে । সুইট কর্ণ দিতে হবে ।

  12. 12

    চিজ গ্রেড করে দিতে হবে ।

  13. 13

    চিজের উপর কাঁচা সবুজ ও লাল লঙ্কার কুচি দিতে হবে । সুইট কর্ণ ও পনির টুকরো দিতে হবে । কয়েক টা ক্যাপসিকামের স্লাইস দিতে হবে । মিক্সড হার্ব ছড়িয়ে দিতে হবে ।

  14. 14

    গ্যাস ওভেনে ননস্টিকের প্যান গরম করে তার মধ্যে তৈরি করা পিৎজা দিয়ে লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখতে হবে ।

  15. 15

    চিজ গলে গেলে নামিয়ে নিতে হবে। গরম গরম পরিবেশন করতে হবে ।

  16. 16

    ইষ্ট ছাড়া খুব চটজলদি এই পিৎজা তৈরি করা যায় । খেতে কোন অংশে মন্দ নয়। এই লকডাউনের মধ্যে পিৎজা খেতে মন চাইলে বন্ধুরা মন খারাপ কোরো না । মাস্টার শেফ নেহা র দেখানো পদ্ধতিতে আমি তৈরি করেছি । তোমারাও আটা_ ময়দা যা দিয়ে পারো তৈরি করে মনের আশা মিটিয়ে নেও।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Baby Bhattacharya
Baby Bhattacharya @babybhattacharya

Similar Recipes