কাশ্মীরি চিকেন রিস্তা(kashmiri chicken rista recipe in Bengali)

Papiya Sanyal Chowdhury/Paps
Papiya Sanyal Chowdhury/Paps @Cook001_1975
Rathtala,Belgharia,Kolkata

#MJ
‘রিস্তা’,বিখ্যাত কাশ্মীরী ওয়াজওয়ান ডিশ-এর অন্তর্ভুক্ত একটি জিভে জল আনা রেসিপি। তবে মনে রাখতে হবে, চিকেন রিস্তা তৈরি করার জন্য চিকেন-এর যে ব্রেস্ট অংশ লাগে তা যেন গরম থাকে। আসুন দেখে নেওয়া যাক, ধাপে ধাপে কিভাবে আপনি চিকেন ওয়াজওয়ান রিস্তা তৈরি করতে পারবেন নিমেষের মধ্যে।

কাশ্মীরি চিকেন রিস্তা(kashmiri chicken rista recipe in Bengali)

#MJ
‘রিস্তা’,বিখ্যাত কাশ্মীরী ওয়াজওয়ান ডিশ-এর অন্তর্ভুক্ত একটি জিভে জল আনা রেসিপি। তবে মনে রাখতে হবে, চিকেন রিস্তা তৈরি করার জন্য চিকেন-এর যে ব্রেস্ট অংশ লাগে তা যেন গরম থাকে। আসুন দেখে নেওয়া যাক, ধাপে ধাপে কিভাবে আপনি চিকেন ওয়াজওয়ান রিস্তা তৈরি করতে পারবেন নিমেষের মধ্যে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫মিনিট
২জন
  1. ২৫০ গ্রাম বোনলেস চিকেন ব্রেস্ট
  2. ফোড়নের উপকরণঃ
  3. ৩ টি লবঙ্গ
  4. ৩ টি বড় এলাচ
  5. ১ টি গোটা কাশ্মীরী শুকনো লঙ্কা
  6. ১ টি দারচিনি স্টিক
  7. ৪ টি সবুজ এলাচ
  8. ৪ টি গোলমরিচ
  9. গ্রেভির উপকরণঃ
  10. ১ টেবিল চামচ ঘি
  11. ১/৪ চা চামচ হলুদ গুঁড়ো
  12. ১ চা চামচ কাশ্মীরী লঙ্কার গুঁড়ো
  13. ১/৪ চা চামচ জাফরান/ কেশর
  14. ১/২ চা চামচ গোটা জিরে
  15. ১/২ চা চামচ গোটা মৌরি
  16. ১/২ চা চামচ জিরে গুঁড়ো(রোস্টেড)
  17. ১ চা চামচ ধনে গুঁড়ো(রোস্টেড)
  18. ১ চা চামচ শুকনো আদা গুঁড়ো
  19. ১ চা চামচ মৌরি গুঁড়ো (রোস্টেড)
  20. ২ টেবিল চামচ ভাজা পেঁয়াজের পেস্ট
  21. স্বাদ মতলবণ
  22. পরিমাণ মতধনেপাতা গারনিশিং এর জন্য

রান্নার নির্দেশ সমূহ

৪৫মিনিট
  1. 1

    ১। প্রথমে চিকেন ব্রেস্ট কে একদম জল ঝড়িয়ে শুকনো করে নিতে হবে। টাটকা মাংস দিয়ে করলে ভালো হবে। শিলনোড়া তে ভালো করে থেঁতেো করে ১/২ চামচ নুন ও ১টি বড় এলাচ সহ স্মুথ পেস্ট বানাতে হবে বেটে। সাদা লম্বা মতো অংশ বাদ দিতে হবে বাটার সময়। ১/২ ঘন্টা রেস্ট-এ রাখতে হবে পেস্টটি ।

  2. 2

    ২। হাতে সামান্য জল নিয়ে মিডিয়াম সাইজের বল বানিয়ে নিতে হবে।

  3. 3

    ৩। গ্যাসে ১/২ লিটার জল একটি সস্‌প্যানে দিয়ে তাতে গোটা জিরে ও মৌরি দিয়ে অল্প গরম হবার পর রিস্তার বলগুলো ছেড়ে দিতে হবে। ভালো করে ফোটাতে হবে। বলগুলো জলের ওপরে ভেসে উঠলে বোঝা যাবে যে রিস্তার চিকেন বল তৈরি হয়ে গেছে। জলটা ফুটিয়ে অর্ধেক করে নিতে হবে।

  4. 4

    ৪। এবার একটি ননস্টিক প্যানে ঘি দিয়ে একটু গরম হবার পর ফোড়নের উপকরণ গুলো দিয়ে সতে করে নিতে হবে। এবার চিকেন বল গুলো তার মধ্যে দিয়ে ফোটানো জলটা ছেঁকে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে।কেশর দিয়ে দিতে হবে এই সময়ে।

  5. 5

    ৫। এবার একে একে হলুদ, কাশ্মীরি লংকার গুঁড়ো, জিরে, মৌরি, ধনে গুঁড়ো, আদা গুঁড়ো দিয়ে ভালো করে ফোটাতে হবে। ভাজা পেঁয়াজের পেস্ট ও লবণ পরিমাণ মতো দিয়ে ঘন করে নিতে হবে।

  6. 6

    ৬। ধনেপাতা দিয়ে গার্নিশ করে গরম গরম পরিবেশন করতে হবে গরম ভাতের সাথে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Papiya Sanyal Chowdhury/Paps
Rathtala,Belgharia,Kolkata
Hey friends I am an amateur homechef .Recently by God's grace have started my new journey as a Food Columnist and guest chef in everal renowned TV culinary shows >3
আরও পড়ুন

মন্তব্যগুলি (4)

Shilpi Mitra
Shilpi Mitra @shilpilicious
খুব সুন্দর রেসিপিটা , ধন্যবাদ

Similar Recipes