কড়াই চিকেন(kadai chicken recipe in Bengali)

Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

#চিকেন
#রন্ধনেবাঙালি
চিকেন তো আমাদের সবসময়ের খুব প্রিয় খাবার😋যখন-তখন বানিয়ে নেওয়া যায় যে কোনো ধরণের পদ খুব সহজেই।যেমন খেতে ভালো তেমন রান্না করাটাও খুব সোজা।ভোজন-রসিক বাঙালির আতিথেয়তাও এখন এতেই প্রায় হয়ে যায় বলে এর মূল্য অপরিসীম।

কড়াই চিকেন(kadai chicken recipe in Bengali)

#চিকেন
#রন্ধনেবাঙালি
চিকেন তো আমাদের সবসময়ের খুব প্রিয় খাবার😋যখন-তখন বানিয়ে নেওয়া যায় যে কোনো ধরণের পদ খুব সহজেই।যেমন খেতে ভালো তেমন রান্না করাটাও খুব সোজা।ভোজন-রসিক বাঙালির আতিথেয়তাও এখন এতেই প্রায় হয়ে যায় বলে এর মূল্য অপরিসীম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪০মিনিট
৫জন
  1. ১কেজি চিকেন(বড় টুকরো করে কাটা)
  2. ৪টে মাঝারি পেঁয়াজ কুচি
  3. ১টি বড় পেঁয়াজের পাপড়ি
  4. ১টি মাঝারি ক্যাপ্সিকাম
  5. ৩টি বড় টমেটোর পিউরি
  6. ৩টেবিল চামচ চামচ আদা+রসুন বাটা
  7. ১কাপ ফেটানো দই
  8. ১টেবিল চামচ ধনেপাতা কুচি
  9. ১/২চা চামচমচ কসুরি মেথি
  10. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  11. স্বাদ অনুযায়ী নুন
  12. পরিমাণ মতোরিফাইন্ড অয়েল লাগবে রান্নার জন্য
  13. প্রয়োজন অনুযায়ীড্রাইরোস্ট করা মশলা(গোটা ধনে,জিরে,গোলমরিচ,শুকনোলঙ্কা ,এলাচ, লবঙ্গ ,মৌরি,দারচিনি
  14. ২চা চামচ ধনে
  15. ২চা চামচ জিরে
  16. ৩টি শুকনোলঙ্কা
  17. ৩-৪টি তেজপাতা

রান্নার নির্দেশ সমূহ

৪০মিনিট
  1. 1

    মাংস বড় বড় টুকরো করে কাটতে হবে।জলে ধুয়ে পরিষ্কার করে রাখার পর বাকি উপাদান গুলো প্রস্তুত করে নিতে হবে।

  2. 2

    ৪টে পেয়াঁজ কুচি করে,১টা পেঁয়াজ বড় বড় টুকরো করে কেটে পাপড়ি ছাড়িয়ে রাখতে হবে।ক্যাপ্সিকাম কেটে নিতে হবে পাপড়ি ছাড়ানো পেঁয়াজটার মতোই।(নীচে ছবিতে দেখানো হল)।আসলে চিলি চিকেনে যেমন কাটা হয় তেমন ভাবে।ধনেপাতা কুচিয়ে রাখতে হবে।

  3. 3

    উপরে উপাদানে উল্লেখিত ড্রাইরোস্ট করা মশলাগুলো হালকা গরম থাকতে মিক্সির জারে ঘুরিয়ে নিয়ে একটা শুকনো মসৃন মশলা তৈরি করে নিতে হবে।টমেটোর পিউরি বানিয়ে নিতে হবে ঐ মিক্সির জারেই।

  4. 4

    কড়াই এ অল্প তেল দিয়ে প্রথমে ক্যাপ্সিকাম ও পেঁয়াজের পাপড়ি গুলো ভেজে নেব হালকা করে।তুলে রাখবো ডিশে।

  5. 5

    এবারে পরিমান মতো তেল দিয়ে উপরে উল্লেখিত ফোড়নের মশলা গুলো দেব।হালকা গন্ধ বেরোতেই দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ।ভেজে নেব একটুক্ষণ।আদা-রসুন বাটা দিয়ে এবারে কষিয়ে নেব মশলা যতক্ষণ না আদা-রসুনের কাঁচা গন্ধ দূর হচ্ছে।ফুল ফ্লেমে কষাতে গিয়ে যদি জলের প্রয়োজন হয় তবে সেটাও দেব খুব সামান্যই।

  6. 6

    এবারে মিডিয়াম ফ্লেমে গ্যাস রেখে টমেটো পিউরি দেব মিশিয়ে। কষিয়ে নেব আবারও।এই পুরো মশলা কষানো হবে যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে।

  7. 7

    মাংস দেব,মিশিয়ে নেব মশলার সঙ্গে ভালো করে।গ্যাস ফুল আঁচে রেখে পাঁচ মিনিট ধরে চলবে এই মেশানোর প্রক্রিয়া।এবারে আঁচ কমিয়ে পরিমান মতো নুন-হলুদ দেব, ঢাকা দিয়ে রাখবো মিনিট পনের।এবারে ঢাকা খুলে ফেটানো টক দই দেব।আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে টকদই এর সঙ্গে মাংস মাখিয়ে ও ভেজে নেব।

  8. 8

    দেব এবারে ড্রাইরোস্ট করে রাখা মশলা।সবটা ভালো করে কষিয়ে নেব আরও পাঁচ মিনিট।

  9. 9

    এরপর ঢাকা দিয়ে রান্না হতে দেব ৫-৭মিনিট।ঢাকা খোলার পর এবারে দেব ভেজে রাখা পেঁয়াজ ও ক্যাপসিকামের টুকরোগুলো মিশিয়ে।ঝোল যেমন রাখা হবে তেমন জল দেব।ফুটে উঠলে মিডিয়াম ফ্লেমে ঢাকাচাপা দিয়ে রাঁধতে হবে আরও ৫মিনিট।

  10. 10

    নির্দিষ্ট সময়ের পর ঢাকা খুলে মাংস সেদ্ধ ও নুন ঠিক আছে কিনা দেখে নিয়ে কসুরি মেথি ও ধনেপাতা কুচি দেব এই রান্না করতে থাকা মাংসের মধ্যে।ঝোল যখন একটু ঘন হয়ে নিজের মনের মতো হবে তখন গ্যাস অফ করে ঢেকে রাখতে হবে আরও ৫মিনিট।ইচ্ছে হলে ফ্রেশ ক্রিম মেশাতে পারো এর সঙ্গে, তবে আমি মেশায় নি।

  11. 11

    ঢাকা খুললেই পেয়ে যাব আমাদের বহু আকাঙ্খিত এই কড়াই-চিকেন যা আটা-ময়দার আইটেমের সঙ্গে খুব ভালো লাগে খেতে।আমি পরোটা দিয়েই খেয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sutapa Chakraborty
Sutapa Chakraborty @cook_19287221

মন্তব্যগুলি (21)

Similar Recipes