কাশ্মীরি চিকেন রোগান জোশ (kashmiri chicken rogan josh recipe in Bengali)

Priyanka Samanta
Priyanka Samanta @cook_24935309

#ebook2
বাঙালিদের বারো মাসে তেরো পার্বন লেগেই থাকে।নববর্ষ মানেই বছরের শুরু তে বাঙালিদের কব্জি ডুবিয়ে খাওয়া দাওয়া।সেক্ষেত্রে চিকেন না হলে তো খাওয়া টা ঠিক জমেনা।চিকেন এর অনেক রকম ভেরিয়াস টাইপ রান্না করা যায়।তাই আমি অসাধারণ স্বাদের আর অপূর্ব গন্ধের কাশ্মীরি চিকেন রোগান জোশ বানিয়েছি।এই চিকেন টা গরম ভাতের সাথে, নান,রুমালিরুটির সাথে খেতে দারুন লাগে।খুব সাধারণ মসলা ও অল্প সময়ের মধ্যে হয়ে যায়।আর রান্নাটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই হবে।

কাশ্মীরি চিকেন রোগান জোশ (kashmiri chicken rogan josh recipe in Bengali)

#ebook2
বাঙালিদের বারো মাসে তেরো পার্বন লেগেই থাকে।নববর্ষ মানেই বছরের শুরু তে বাঙালিদের কব্জি ডুবিয়ে খাওয়া দাওয়া।সেক্ষেত্রে চিকেন না হলে তো খাওয়া টা ঠিক জমেনা।চিকেন এর অনেক রকম ভেরিয়াস টাইপ রান্না করা যায়।তাই আমি অসাধারণ স্বাদের আর অপূর্ব গন্ধের কাশ্মীরি চিকেন রোগান জোশ বানিয়েছি।এই চিকেন টা গরম ভাতের সাথে, নান,রুমালিরুটির সাথে খেতে দারুন লাগে।খুব সাধারণ মসলা ও অল্প সময়ের মধ্যে হয়ে যায়।আর রান্নাটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়াই হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২ঘন্টা।
৪জনের জন্য।
  1. মেরিনেশানের এর জন্য লাগবে
  2. ৫০০গ্রাম বোনলেস চিকেন।
  3. ১/২ টেবিল চামচ।গোলমরিচ গুঁড়ো-
  4. ১/২ টেবিল চামচ।গরম মসলা গুঁড়ো-
  5. ১/৪টেবিল চামচ।লঙ্কা গুঁড়ো-
  6. ১টেবিল চামচ।লেবুর রস-
  7. স্বাদ মতো।নুন-
  8. গ্রেভির জন্য লাগবে:
  9. ১কাপটক দই -(২৫০গ্রাম)।
  10. ১টেবিল চামচধনে গুঁড়ো-
  11. ১টেবিল চামচমৌরি গুঁড়ো-
  12. ১ইঞ্চিআদা-।
  13. ২টেবিল চামচ।কাশ্মীরি লঙ্কা গুঁড়ো-
  14. ১/২টেবিল চামচ।লঙ্কাগুঁড়ো-
  15. পরিমান মতোরাতন জোট পাউডার-।(এটা অফশনাল কেউ দিতে পারে আবার নাও পারে।এটা মাংসের ঝোলের একটা ডিপ লাল রং আনার জন্য)।
  16. ফোড়ন এর জন্য লাগবে:
  17. ১টাবড় এলাচ-
  18. ৩-৪টে। ছোটএলাচ-
  19. ২টো।দারুচিনি-
  20. ৩-৪টে।লবঙ্গ-
  21. ১টা।তেজপাতা-
  22. ২টো।শুকনো গোটা লঙ্কা
  23. ১/৪ টেবিল চামচ।হিং-
  24. পরিমান মতো।সর্ষের তেল-

রান্নার নির্দেশ সমূহ

২ঘন্টা।
  1. 1

    প্রথমে মাংসটা ১ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিতে হবে।

  2. 2

    মাংসের গ্রেভির জন্য যে যে মসলা গুলো লাগছে সেগুলো একসাথে মিক্সিতে পেস্ট করে রাখতে হবে।এই পেস্ট টা করা ৰ সময় একটুও জল দেওয়া যাবেনা।টকদই যেহেতু আছে ওতেই ভালো করে পেস্ট হয়ে যাবে।

  3. 3

    এবার কড়ায় সরষের তেল দিয়ে ফোড়ন দিয়ে দিতে হবে।তেজপাতা,এলাচ,দারুচিনি, লবঙ্গ,গোটা শুকনো লঙকা, হিং কড়ায় দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে।এক্ষেত্রে হিং টা দিতেই হবে।হিং টা দিলে দারুন একটা গন্ধ আসে।

  4. 4

    এরপর ম্যারিনেট করা মাংস টা কড়ায় দিয়ে দিতে হবে।ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে।

  5. 5

    এরপর মাংসের জন্য যে গ্রেভিটা আগে থেকে মিক্সসি টে পেস্ট করে রেখেছিলাম ওটা এবারকড়ায় দিয়ে দিতে হবে।

  6. 6

    ভালো করে নাড়াচাড়া করে সামান্য পরিমান জল দিয়ে ঢাকা দিয়ে হবে ১৫মিনিট এর জন্য।

  7. 7

    ১৫মিনিট পর ঢাকা খুললে মাংসটা হোয়েই যাবে।

  8. 8

    কাশ্মীরি ট্রাডিশনাল বজায় রাখার জন্য এখানে আমি রতন জোট পাউডার টা দিয়েছি।কড়ায় সামান্য তেল দিয়ে ওই পাউডার টা দিয়ে ভালো করে নেড়ে নিতে হবে।

  9. 9

    তারপর ওই মাংসের ওপর এটা দিয়ে দিয়ে দিতে হবে।তাহলে মাংসের ঝোলের কালার তা টকটকে লাল হয়।

  10. 10

    হিং তো প্রথমেই ভালো গন্ধের জন্য দেওয়া হয়েছে।

  11. 11

    এবার কাশ্মীরি চিকেন রোগান জোশ পুরো তৈরি।

  12. 12

    এবার গরম ভাত এর সাথে, নান বা রুমালি রুটির সাথে গরম গরম পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Priyanka Samanta
Priyanka Samanta @cook_24935309

Similar Recipes