থাই চিকেন বিরিয়ানি (Khao Mok Gai Recipe In Bengali)

শেফ মনু।
শেফ মনু। @chefmoonu
কলকাতা।

থাই স্টাইলের চিকেন বিরিয়ানি (Khao Mok Gai (ข้าวหมกไก่) সারা পৃথিবীতে নানা রকম ভাবে আমাদের অতি পরিচিত বিরিয়ানি তৈরি হয়ে থাকে। আজ তারই এক প্রকরণ দাক্ষিন পূর্ব এশিয়ার থাই ভার্শন বিরিয়ানি আজ আপনাদের পরিবেশন করবো। যেনে নিন কিকরে তা বানাবেন।

থাই চিকেন বিরিয়ানি (Khao Mok Gai Recipe In Bengali)

থাই স্টাইলের চিকেন বিরিয়ানি (Khao Mok Gai (ข้าวหมกไก่) সারা পৃথিবীতে নানা রকম ভাবে আমাদের অতি পরিচিত বিরিয়ানি তৈরি হয়ে থাকে। আজ তারই এক প্রকরণ দাক্ষিন পূর্ব এশিয়ার থাই ভার্শন বিরিয়ানি আজ আপনাদের পরিবেশন করবো। যেনে নিন কিকরে তা বানাবেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৪ জনের
  1. ১/২ কাপ টক দই
  2. ১ চা চামচ হলুদ গুঁড়া
  3. ২ টেবিল চামচ থাই কারি পাউডার
  4. ১ টেবিল চামচ লবণ
  5. ৪ টুকরো মুরগির মাংস, চামড়া সমেত
  6. ৩ টেবিল চামচ উদ্ভিজ্জ তেল
  7. ৪ টা পেঁয়াজ কাটা
  8. ২ টি রসুনের কোয়া, কুচি করা
  9. ১ টেবিল চামচ আদা, কাটা
  10. ৩৫০ গ্রাম জুঁই চাল, কাঁচা (অথবা বাসমতি চাল)
  11. ৩ টি সবুজ গোটা এলাচ
  12. ২ টি তেজ পাতা
  13. ১ টা দারুচিনির লাঠি
  14. ২. ৫কাপ মুরগির স্টক

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    একটি মিক্সিং বাটিতে দই, হলুদ, কারি পাউডার, লবণ এবং চিকেন যোগ করুন।

  2. 2

    ম্যারিনেডটি উজ্জ্বল হলুদ রঙ না হওয়া পর্যন্ত একসাথে মিশ্রিত করুন এবং মুরগির মাংস পুরোপুরি মশলা মিশ্রিত না হওয়া পর্যন্ত।

  3. 3

    একটি উনানে মাঝারি আচে তেল গরম করুন। পেয়াঁজ, রসুন এবং আদা যোগ করুন এবং ২-৩ মিনিটের জন্য রান্না করুন।

  4. 4

    উনানে চিকেন এবং অতিরিক্ত ম্যারিনেট অংশ যোগ করুন এবং ৫-৬ মিনিটের জন্য রান্না করুন। স্টক জল যোগ করুন এবং ভালো করে ফুটিয়ে নিন।

  5. 5

    চাল, দারুচিনির স্টিক, তেজপাতা এবং এলাচ যোগ করুন এবং ভাল করে নাড়ুন। এবার একে সিদ্ধ করুন এবং মাঝারি কম তাপ তা ঢেকে রাখুন ।

  6. 6

    ১৫-২০ মিনিটের জন্য রান্না করুন, বা যতক্ষণ না চাল নরম হয় এবং সমস্ত জল শুখিয়ে না যায়।

  7. 7

    তাপ থেকে সরান এবং ৪-৫মিনিটের জন্য তা বিশ্রাম দিন।

  8. 8

    বিরিয়ানি পরিবেশন এর আগে কিছু ব্রাউন পিয়াজ ভেজে রাখুন।

  9. 9

    আপনার থাই স্টাইলের চিকেন বিরিয়ানি এবার তৈরি এবার তার উপরে ব্রাউন পিয়াজ ছড়িয়ে দিন এবং তা গরম গরম পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
শেফ মনু।
কলকাতা।
Facebook: @chefmoonu, Instagram: @chef_moonu, YouTube: @chefmoonuskitchen- স্বাস্থ্যকর খাবার সহজ উপায়ে রান্না করাই ভালো। নিজের স্বাদ ও আত্মবিশ্বাসের সঙ্গে রান্না করুন।
আরও পড়ুন

Similar Recipes