ইলিশ বিরিয়ানি

Sudipta Panja
Sudipta Panja @cook_15968205

ইলিশ বিরিয়ানি

ইলিশ বিরিয়ানি

ইলিশ বিরিয়ানি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ৩ টুকরো ইলিশ মাছ
  2. ৩০০ গ্রাম ইন্ডিয়া গেট বাসমতী চাল
  3. ১ কাপ টক দই
  4. ২ চা চামচ বিরিয়ানি মসলা গুঁড়া
  5. ১/২ চা চামচ হলুদ গুঁড়া
  6. ১ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  7. ৪ টেবিল চামচ সাদা তেল
  8. ১ টেবিল চামচ ঘি
  9. ৮টা গোটা গরম মসলা(২ ছোটো এলাচ, ৪ লবঙ্গ, ২ দারচিনি)
  10. ১ চিমটি কেশর দুধে ভেজানো
  11. ২ টা বড় পেঁয়াজ কুচি করা
  12. ২টি তেজপাতা
  13. ১ চা চামচ রসুন বাটা
  14. ১ টেবিল চামচ পেঁয়াজ বাটা
  15. স্বাদমতলবণ
  16. স্বাদমতকাঁচা লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    পেঁয়াজ কুচি সাদা তেলে ভেজে বেরেস্তা করে রাখতে হবে। ঐ তেলে ঘি দিয়ে তেজপাতা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে ভাজতে হবে। একটু ভাজা হলে রসুন বাটা দিয়ে ভাজতে হবে। কাঁচা গন্ধ চলে গেলে ১/২ কাপ টক দই দিয়ে নেড়ে নুন মাখানো ইলিশ মাছের টুকরা গুলো দিয়ে ঢাকা দিয়ে ৩ মিনিট রাখতে হবে। আবার ঢাকা খুলে মাছের টুকরা গুলো উল্টে ৫ মিনিট রেখে মাছগুলো তুলে নিতে হবে।

  2. 2

    ঐ গ্রেভি তে ১/২ কাপ টক দই, ১/২ চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, বিরিয়ানি মশলা, স্বাদ অনুযায়ী লবণ, দুধে ভেজানো কেশর দিয়ে নেড়ে ৫ মিনিট ঢাকা দিয়ে কষতে হবে। প্রয়োজন হলে জল দিতে হবে। কাঁচা গন্ধ চলে গেলে মসলা তৈরী। এর থেকে অর্ধেক গ্রেভি তুলে নিতে হবে।

  3. 3

    কড়াইয়ে থাকা গ্রেভি র উপর অর্ধেক ভাত রেখে তার ওপর মাছের টুকরোগুলো, বেরেস্তা, অল্প গ্রেভি, কাঁচা লঙ্কা দিতে হবে। এর ওপর আবার ভাত দিয়ে বাকি বেরেস্তা, গ্রেভি দিয়ে কড়াইটা ঢাকা দিতে হবে। কড়াই ও ঢাকনার মধ্যে আটা মাখা দিয়ে আটকে দিতে হবে।

  4. 4

    চাল ধুয়ে জল ঝরিয়ে নিতে হবে। জলের মধ্যে গোটা গরম মশলা, সামান্য সাদা তেল দিয়ে চালটা দিয়ে ভাত রান্না করতে হবে। ভাত ৮০% হলে জল ঝরিয়ে ভাতটা রাখতে হবে।

  5. 5

    এভাবে ১০ মিনিট দমে রেখে আঁচ বন্ধ করতে হবে। আরো ১৫ মিনিট পর ঢাকনা খুলে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sudipta Panja
Sudipta Panja @cook_15968205

মন্তব্যগুলি

Similar Recipes