ছোলে ভাটুরে (chole bhature recipe in Bengali)

Nibedita Mukhopadhyay
Nibedita Mukhopadhyay @cook_36186396

ছোলে ভাটুরে (chole bhature recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

1ঘণ্টা30মিনিট
4জন
  1. ১ কাপ সুজি
  2. ৪কাপ ময়দা
  3. ১/২ কাপ টক দই
  4. পরিমাণ মতখাবার সোডা
  5. ২০০গ্রাম ছোলা
  6. ২০গ্রাম সর্ষের তেল
  7. ২০০গ্রাম সাদা তেল
  8. ২ টিটমাটো পেস্ট
  9. ১ চা চামচআদা বাটা
  10. ২ চা চামচরসুন বাটা
  11. ১ টা পেঁয়াজ কুচি করা
  12. স্বাদ মত লবণ
  13. ১ চা চামচ চিনি

রান্নার নির্দেশ সমূহ

1ঘণ্টা30মিনিট
  1. 1

    সুজিকে 30মিনিট মতো জলে ভিজিয়ে রাখতে হবে।

  2. 2

    ভেজানো সুজিকে ময়দা ও দই দিয়ে ভালো করে মাখতে হবে। সাথে দিতে হবে পরিমাণ মতো লবণ চিনি ও একটু খাবার সোডা।

  3. 3

    ঐ মাখানো মিশ্রণটি একটা ভিজে কাপড় চাপা দিয়ে রাখতে হবে 6ঘণ্টার মতো।

  4. 4

    6ঘণ্টা পর লেচি কেটে সাদা তেলে ভাজতে হবে প্রত্যেকটা ফুলবে সুন্দর হয়ে।

  5. 5

    আগে থেকে ভিজিয়ে রাখা ছোলা কে একটা গোটা আলু দিয়ে সেদ্ধ করে নিতে হবে ।

  6. 6

    তারপর কড়াই এ সরসের তেল গরম করে আদা জিরা রসুন পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষা হয়ে গেলে টমাটো টা দিয়ে আর ও কিছু ক্ষন ভেজে নিতে হবে।ভাজা হয়ে গেলে ওর মধ্যে ছোলা টা দিয়ে দিতে হবে একটু । পরিমান মতো লবণ চিনি হলুদ দিতে হবে আর চাইলে একটু হালকা তেঁতুল জল ও দেওয়া যেতে পারে।হয়ে গেলো ছোলে তৈরি।

  7. 7

    ছোলে আর গরম গরম ভাটোরে পরিবেশন করুন ।একদম ঘরোয়া পদ্ধতি তে দারুন স্বাদের ছোলে ভাটোরে তৈরী।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nibedita Mukhopadhyay
Nibedita Mukhopadhyay @cook_36186396

Similar Recipes