দই পোস্ত পমফ্রেট (doi posto pomfret recipe in Bengali)

Monalisa Sarkar Roy
Monalisa Sarkar Roy @mona_21

#js
জামাইষষ্ঠী মানে এলাহী ব্যাপার।ইলিশ মাছ, মাংস, মিষ্টি কি নেই। কিন্তু প্রতিবছর এক ই মেনু না করে একটু অন্যরকম কিছু করলে মন্দ হয়না। তাই এবছর স্বাদ বদল করে এই পদ টি মেনুতে এড করা যেতেই পারে।

দই পোস্ত পমফ্রেট (doi posto pomfret recipe in Bengali)

#js
জামাইষষ্ঠী মানে এলাহী ব্যাপার।ইলিশ মাছ, মাংস, মিষ্টি কি নেই। কিন্তু প্রতিবছর এক ই মেনু না করে একটু অন্যরকম কিছু করলে মন্দ হয়না। তাই এবছর স্বাদ বদল করে এই পদ টি মেনুতে এড করা যেতেই পারে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

25-30 মিনিট
3 জন
  1. 3 টেপমফ্রেট
  2. 2টেবিল চামচদই
  3. 1টেবিল চামচপোস্তবাটা
  4. 1টেবিল চামচ আদা রসুন বাটা
  5. 2টিপেঁয়াজ কুচি
  6. 1চা চামচকাঁচালঙ্কা বাটা
  7. 1/2চা চামচগোটা জিরে
  8. 1/2চা চামচজিরে গুঁড়ো
  9. 1/2চা চামচগরম মশলা গুঁড়ো
  10. 1চা চামচক্যাওড়া জল
  11. 1টুকরোদারচিনি
  12. 3+3ছোট এলাচ ও লবঙ্গ
  13. 1টিতেজপাতা
  14. 2টিগোটা শুকনো লঙ্কা
  15. স্বাদ মতনুন,চিনি
  16. প্রয়োজন মতসর্ষের তেল
  17. পরিমাণ মতগোল করে কাটা পেঁয়াজ, টমেটো,কাঁচালঙ্কা আর ধনেপাতাকুচি সাজানোর জন্য

রান্নার নির্দেশ সমূহ

25-30 মিনিট
  1. 1

    মাছগুলিকে ধুয়ে নুন আর অল্প তেল দিয়ে 5মিনিট ম্যারিনেট করে রাখতে হবে। কড়াইতে তেল গরম করে মাছ ভেজে তুলে নিতে হবে। এবার ওই তেলেই গোটা জিরে, তেজপাতা,শুকনোলঙ্কা,দারচিনি, ছোটএলাচ ও লবঙ্গ ফোড়ন দিয়ে পেঁয়াজকুচি ভেজে নিতে হবে। এবার আদারসুনবাটা আর কাঁচালঙ্কাবাটা দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

  2. 2

    এবার পোস্তবাটা ও অল্প নুন চিনি দিয়ে ফেটানো টকদই দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে।এরপর জিরেগুড়ো দিয়ে ভালোকরে কষিয়ে স্বাদমত নুন চিনি দিয়ে পরিমান মত জল দিয়ে ঢাকনা বন্ধ করে গ্রেভি ফোটতে দিতে হবে।

  3. 3

    গ্রেভি ফুটে উঠলে মাছগুলো দিয়ে দিতে হবে।এবার এটি ঘন হয়ে এলে এতে গরম মশলা ও ক্যাওড়া জল দিয়ে 5মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে

  4. 4

    এবার এর ওপর গোলকরেকাটা পেঁয়াজ, টমেটো কাঁচালঙ্কা আর ধনেপাতাকুচি দিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Monalisa Sarkar Roy

মন্তব্যগুলি

Similar Recipes