পমফ্রেট ঝাল( pomfret jhal recipe in Bengali

Shrabani Biswas Patra
Shrabani Biswas Patra @rondhon_1993

#ebook2
নববর্ষের রেসিপি
বাঙালি মানেই মাছ প্রিয়।।।বাঙালি দের যেকোনো উৎসবে মাছের পদ থাকবেই।।।সেখানে যদি হয় এরকম পমফ্রেট তাহলে ব্যাপার টা বেশ জমে যায়।।।

পমফ্রেট ঝাল( pomfret jhal recipe in Bengali

#ebook2
নববর্ষের রেসিপি
বাঙালি মানেই মাছ প্রিয়।।।বাঙালি দের যেকোনো উৎসবে মাছের পদ থাকবেই।।।সেখানে যদি হয় এরকম পমফ্রেট তাহলে ব্যাপার টা বেশ জমে যায়।।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
3 জন
  1. 3টিপমফ্রেট মাছ
  2. 6 টাকাঁচা লঙ্কা গোটা
  3. 1টিপেঁয়াজ কুচি
  4. 1টিটমেটো কুচি করে কাটা,
  5. 2 চা চামচধনেপাতা কুচি
  6. 3চা চামচসরষে
  7. 2 চা চামচপোস্ত
  8. 1/2 চা চামচকালজিরে
  9. 1চা চামচকাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  10. স্বাদ অনুযায়ীনুন
  11. 1 চা চামচহলুদ
  12. প্রয়োজন অনুযায়ীরান্নার জন্যে সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    পমফ্রেট মাছ নুন, হলুদ দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রেখে ভেজে তুলে রাখতে হবে।।।।

  2. 2

    সরষে, পোস্ত, নুন সামান্য আর দুটি কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিতে হবে মিহি করে।।।।

  3. 3

    মাছ ভাজার তেলই প্ৰয়োজন হলে আরেকটু তেল দিয়ে কালজিরে,কাঁচা লঙ্কা চেরা ফোরণ দিতে হবে।।।।একটু নেড়ে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে।।।পেঁয়াজ হালকা লাল হলে টমেটো কুচি দিতে হবে।।।টমেটো একটু সেদ্ধ হলে সরষে, পোস্ত বাটা টা দিয়ে দিতে হবে।।।নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে কষতে হবে।।।তেল ছেড়ে আসলে জল দিতে হবে।।।

  4. 4

    ঝোল টগবগ করে ফুটে উঠলে গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে দিতে হবে।।।

  5. 5

    একটু গাঢ় হলে মাছ গুলো দিয়ে আরেকটু ফুটিয়ে নিতে হবে।।।।

  6. 6

    নুন চেখে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিলেই রেডি।।।।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Shrabani Biswas Patra
Shrabani Biswas Patra @rondhon_1993

Similar Recipes