প্যান ফ্রায়েড মশালা ভেজি ওটস(pan fried masala veggie oats recipe in Bengali)

Papiya Sanyal Chowdhury/Paps
Papiya Sanyal Chowdhury/Paps @Cook001_1975
Rathtala,Belgharia,Kolkata

#sr

প্যান ফ্রায়েড মশালা ভেজি ওটস(pan fried masala veggie oats recipe in Bengali)

#sr

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১/২ ঘন্টা
২/৩ জন
  1. ১.৫চা চামচ গরম মশলা গুঁড়ো
  2. ৩/৪কাপ ইনস্ট্যান্ট ওটস্
  3. ১/২কাপ সুজি
  4. ১কাপ দই
  5. ১ .২৫কাপজল
  6. ১/২কাপ গাজর
  7. ১/২কাপ বিন্স
  8. ১/২কাপ ক্যাপ্সিকাম
  9. ১/২কাপ বেলপেপার (লাল ও হলুদ)
  10. ১/২কাপ পেঁয়াজ কুচি
  11. ২টেবিল চামচ ধনেপাতা
  12. ১টেবিল চামচ গ্রেটেড আদা
  13. ১চা চামচ গ্রেটেড লঙ্কা
  14. ১/২চা চামচ হিং
  15. ১/৪চা চামচ হলুদ গুঁড়ো
  16. ২চা চামচ ছোট সর্ষে
  17. ২চা চামচ তিল
  18. ১/২ কাপ সাদা তেল
  19. ২চা চামচ কারি পাতা
  20. স্বাদ মতনুন,চিনি
  21. ১/২চা চামচ গন্ধরাজ লেবুর জেস্ট
  22. ১চা চামচ ইনো

রান্নার নির্দেশ সমূহ

১/২ ঘন্টা
  1. 1

    প্রথমে ওটস্‌ টা শুকনো কড়াতে হালকা রোস্ট করে পাউডার করে নিতে হবে।

  2. 2

    এবার একটা মিক্সিং বোল নিয়ে তাতে ওটস্‌ গুঁড়ো, সুজি, নুন, চিনি ও দই দিয়ে অল্প অল্প করে জল মিশিয়ে একটা ব্যাটার বানিয়ে ১৫ মিনিট রাখতে হবে। এবার গাজর, বিনস, ক্যাপ্সিকাম, পেঁয়াজ, বেলপেপার, লংকা কুচি, গরমমশলা গুঁড়ো, হিং, লেবুর জেস্ট ও ধনেপাতা মিশিয়ে নিতে হবে।

  3. 3

    এরপর, পুরো মিশ্রণটাকে দু-ভাগে ভাগ করে নিতে হবে। একভাগ নিয়ে তাতে ১/২ চামচ ইনো (Eno) মেশাতে হবে।

  4. 4

    এবার নন্‌ স্টিক প্যান এ ২ টেবিল চামচ তেল নিয়ে তাতে কারিপাতা, তিল ও সর্ষে দিয়ে ইনো মেশানো ব্যাটার টা ঢেলে দিতে হবে এবং ঢাকনা দিয়ে ৫ মিনিট হালকা আঁচে রাখতে হবে।

  5. 5

    ধারগুলো লাল হয়ে গেলে একটি থালাতে নামিয়ে রাখতে হবে।

  6. 6

    পুনরায় প্যান-এ তেল দিয়ে কারিপাতা, সর্ষে ও তিল দিয়ে উলটো দিক টাকেও একই রকম ভাবে ৫ মিনিটের জন্য ঢাকনা দিয়ে হালকা আঁচে রাখতে হবে।

  7. 7

    একই রকম ভাবে বাকী অংশটাও ইনো মিশিয়ে একই পদ্ধতিতে বানিয়ে নিতে হবে। নামিয়ে নেবার পর মুচমুচে, স্বাস্থ্যকর ‘প্যান ফ্রায়েড মশালা ভেজি ওটস্‌’ পরিবেশন করতে হবে গরম গরম,।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Papiya Sanyal Chowdhury/Paps
Rathtala,Belgharia,Kolkata
Hey friends I am an amateur homechef .Recently by God's grace have started my new journey as a Food Columnist and guest chef in everal renowned TV culinary shows >3
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes