জিভে গজা (jibhe goja recipe in Bengali)

Tandra Nath
Tandra Nath @k4_t

#ry
আমরা রথযাত্রার কথা বলতে পুরীর জগন্নাথের মন্দিরে কথাই ভাবি। আর ওখানকার গজা খাওয়ার জন্যে আনন্দে মেতে উঠি। সত্যিই আকর্ষণীয় ও লোভনীয় এই গজা।
আমি আর বানিয়ে নিলাম গজা।

জিভে গজা (jibhe goja recipe in Bengali)

#ry
আমরা রথযাত্রার কথা বলতে পুরীর জগন্নাথের মন্দিরে কথাই ভাবি। আর ওখানকার গজা খাওয়ার জন্যে আনন্দে মেতে উঠি। সত্যিই আকর্ষণীয় ও লোভনীয় এই গজা।
আমি আর বানিয়ে নিলাম গজা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৮ জন।
২৫ মিনিট।
  1. ২০০ গ্রাম ময়দা
  2. ২০০ এম এলসাদা তেল
  3. ১ চা চামচ ঘি(গলানো)
  4. স্বাদ মতনুন
  5. পরিমাণ মত পরিমিত জল
  6. ২০০ গ্রাম চিনি
  7. ৪ টে ছোটো এলাচ

রান্নার নির্দেশ সমূহ

৮ জন।
  1. 1

    প্রথমে ময়দা চেলে নিয়ে তাতে সাদা তেল ও নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। অল্প অল্প করে জল দিয়ে একটু শক্ত করে মেখে আধা ঘন্টার জন্যে চাপা দিয়ে রাখতে হবে। তারপর সমান ভাবে ৫ টা লেচি কেটে নিয়ে রাখতে হবে। এবার রুটির মতো করে পাঁচ টাই বেলে নিতে হবে।

  2. 2

    এর পর একটা রুটি প্লেটের উপর রেখে অয়েল ব্রাশ দিয়ে ঘি ভালো করে মাখিয়ে ময়দা ছড়িয়ে দিতে হবে। এভাবে আরো চারটে তৈরি করে নিতে হবে।

  3. 3

    এবার খুব সাবধানে তৈরি করে নেওয়া রুটি রোল পাকিয়ে নিতে হবে। আর একটি ছুরি দিয়ে পিস কেটে হালকা করে বেলে নিতে হবে।এবার গ্যাস জ্বেলে করাই বসিয়ে তেল দিয়ে ভালো করে ভাজতে হবে।

  4. 4

    একটি ছোটো পাত্রে পরিমান মতো জল দিয়ে তাতে চিনি দিয়ে গ্যাস জ্বেলে বসিয়ে ভালো করে ফুটিয়ে আঠা মতো হয়ে এলে নামিয়ে নিতে হবে। আর একটা একটা করে ডুবিয়ে ডুবিয়ে তুলে নিয়ে রাখতে হবে।এবার প্লেটিং করে জয় জগন্নাথের উদ্দেশ্যে নিবেদন করে নিয়ে পরে সার্ভ করে দিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tandra Nath

মন্তব্যগুলি

Similar Recipes