আম শ্রীখন্ড বাটি (aam srikhand bati recipe in Bengali)

Tandra Nath
Tandra Nath @k4_t

#m
পাকা আম এখন বাজারে প্রচুর পরিমানে পাওয়া যায় আর আমরা প্রায় প্রত্যেকেই আম খেতে ভালোবাসি। তবে এক ঘেঁয়েমি কাটানোর জন্যে আজ আমি একটু আমের স্পেশাল দিনের জন্যে মিষ্টি মিষ্টি আম শ্রীখন্ড বানিয়ে নিলাম।

আম শ্রীখন্ড বাটি (aam srikhand bati recipe in Bengali)

#m
পাকা আম এখন বাজারে প্রচুর পরিমানে পাওয়া যায় আর আমরা প্রায় প্রত্যেকেই আম খেতে ভালোবাসি। তবে এক ঘেঁয়েমি কাটানোর জন্যে আজ আমি একটু আমের স্পেশাল দিনের জন্যে মিষ্টি মিষ্টি আম শ্রীখন্ড বানিয়ে নিলাম।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

o
৪জন
  1. ১০০ গ্রাম টক দই
  2. ১ টি পাকা আম
  3. ২ চা চামচ চিনি
  4. ১০ টা কাজু
  5. ১০ টা পেস্তা
  6. ৫ টা আমন্ড
  7. ১ টা চেরি

রান্নার নির্দেশ সমূহ

o
  1. 1

    প্রথমে আম ধুয়ে ছাড়িয়ে টুকরো করে মিক্সিতে দিয়ে পাল্প টা নিয়ে নিতে হবে। তার পর দই একটা ছাঁকনিতে রেখে পুরো জল বের করে নিতে হবে। কাজু, পেস্তা ও আলমন্ড ছোটো করে পিষে নিতে হবে।

  2. 2

    এবার একটা পাত্রে আমের পাল্প, দই, চিনি, কাজু, পেস্তা, আলমন্ড সব নিয়ে সুন্দর করে মেশাতে হবে।

  3. 3

    মেশানোর পর সেটা একটা সুন্দর পাত্রে রেখে উপর থেকে একটু কাজু, পেস্তা ও আলমন্ড দিয়ে দিতে হবে। আর আমি একটু সুন্দর করে একটা চেরি দিয়েছি, আপনারা নাও দিতে পারেন। বেশ কিছুক্ষন ফ্রিজে রেখে পরিবেশন করতে হবে।অসাধারণ লাগে খেতে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Tandra Nath

মন্তব্যগুলি

Similar Recipes