তিরঙ্গা ইডলি সাথে চাটনি(Tiranga idli with chutney recipe in Bengali)

Sneha Saha
Sneha Saha @Sneha1980

তিরঙ্গা ইডলি সাথে চাটনি(Tiranga idli with chutney recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
২ জনের জন্যে
  1. ১ কাপ সুজি
  2. ১ কাপ দই
  3. স্বাদ মত নুন
  4. ১. ৫কাপ জল
  5. ১ চা চামচ বেকিং পাউডার
  6. পরিমাণ মতফুড কালার অরেঞ্জ ও সবুজ

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    প্রথমে একটা বোলে ১ কাপ সুজি, ১কাপ দই ও পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ১/২ কাপ জল দিয়ে মিশ্রণটি তৈরি করে ঢেকে রেখে দিতে হবে ২০ মিনিট

  2. 2

    ২০ মিনিট পর ঢাকা খুলে প্রয়োজন হলে জল দিয়ে১ চামচ বেকিং পাউডার দিয়ে মিশিয়ে মিশ্রণটি তৈরি করে তিনটে বাটিতে সমান ভাবে বেটার টা দিয়ে একটা বাটিতে অরেঞ্জ রং, একটা বাটিতে সবুজ রং আর একটা সাদা.

  3. 3

    এবার ইডলি মেকারে তেল ব্রাস করে একে একে প্রথমে এক পাশে সবুজ রং এর বেটার আর এক পাশে অরেঞ্জ রং এর বেটার মাজ খানে সাদা বেটার দিয়ে.

  4. 4

    এবার ইডলি বক্সের নিচে জল দিয়ে তার ওপর বেটার টা বসিয়ে নিয়ে মাইক্রো ওভেনে ৫মিনিট রেখে নামিয়ে নিতে হবে

  5. 5

    পরিবেশন করুন তিরঙ্গা ইডলি সাথে ধনেপাতার চাটনি, নারকেল চাটনি ও টমেটো রসুনের চাটনির সাথে.

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sneha Saha
Sneha Saha @Sneha1980

মন্তব্যগুলি

Similar Recipes