চিকেন কারি(chicken curry recipe in Bengali)

Papiya Roy
Papiya Roy @anaa1122

#PR

চিকেন কারি(chicken curry recipe in Bengali)

#PR

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30 মিনিট
4 জন
  1. 500 গ্রামচিকেন
  2. 4 টিআলু
  3. 4 টিপেঁয়াজ কুচি
  4. 2 টিলঙ্কা কুচি
  5. 2টেবিল চামচ আদা ও রসুন বাটা
  6. 2 টিটমেটো কাটা
  7. 1চা চামচজিরা গুঁড়ো
  8. 1/2 চা চামচধনে গুঁড়ো
  9. 1/2 চা চামচগরম মসলা গুঁড়ো
  10. 1/2 চা চামচপাঁচফোড়ন
  11. 2 টিতেজপাতা
  12. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  13. পরিমাণ মতনুন
  14. পরিমাণ মততেল
  15. 2 চা চামচধনেপাতা কুচি

রান্নার নির্দেশ সমূহ

30 মিনিট
  1. 1

    প্রথমে করাই এ তেল দিয়ে পাঁচফোড়ন ও তেজপাতার ফোড়ন দিয়ে পিয়াঁজ দিতে একটু ভেজে নিতে হবে । পিঁয়াজ একটু ভাজা ভাজা হলে তার মধ্যে আদা, রসুন, হলুদ,জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা কুচি ও টমেটো দিয়ে ভালো করে মিশিয়ে নিতে পারে ।

  2. 2

    তার মধ্যে আলু ও চিকেন দিয়ে নারাচারা করতে হবে। এবং ভালো করে কষে নিতে হবে ।

  3. 3

    সব জল মরে গেলে তাতে একটু গরম জল ও নুন দিয়ে আবার একটু কষে নিতে হবে ।

  4. 4

    ঝোল একটু পুরু পুরু হয়ে গেলে তাতে ধনেপাতা কুচি ও গরম মশলা দিয়ে দিতে হবে এবং আরো একটু নেড়ে নিতে হবে ।

  5. 5

    এইভাবে 2 মিনিট নারার পর নামিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে চিকেন কারি। এবার গরম গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Papiya Roy
Papiya Roy @anaa1122

মন্তব্যগুলি

Similar Recipes