কাতলার ঝাল (Katlar Jhal recipe in bengali)

Swati Ganguly Chatterjee
Swati Ganguly Chatterjee @Swatirrannaghor_2021
Maharashtra

#BRR
বাঙালি রান্নার রেসিপি
মহানায়ক উত্তমকুমার ,বাঙালীদের জীবনে ওতোপ্রোতো ভাবে জড়িয়ে আছে।
আজও আমার কাছে উত্তমকুমার অভিনীত চলচ্চিত্র গুলো খুব- খুব পছন্দের ,,বারবার দেখার পর ও যেন পুরোনো হয় না।
আর উওম কুমার ছিলেন একজন ভোজনরসিক মানুষ।
উওমকুমারের নামের সঙ্গে আরও দুইজন মহানায়িকার নাম না বললে ঠিক হবে না,,,
সুচিত্রা সেন ও সুপ্রিয়া দেবী ,এই দুই জন মহানায়িকাও আমাদের কাছে খুবই জনপ্রিয়।
সুপ্রিয়া দেবীর হাতের রান্না ছিল খুবই সুন্দর। মহানায়ক উত্তমকুমার ও তাঁর হাতের রান্না খেতে খুব ভালবাসতেন।
আজ সেই সুপ্রিয়া দেবীর , খুব বিখ্যাত একটি বাঙালী মাছের ঝালের পদ, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
খুব অল্প সময়ে ও ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই ,এই দারুণ স্বাদের কাতলা মাছের ঝালের পদটি বানিয়ে ফেলা সম্ভব।

কাতলার ঝাল (Katlar Jhal recipe in bengali)

#BRR
বাঙালি রান্নার রেসিপি
মহানায়ক উত্তমকুমার ,বাঙালীদের জীবনে ওতোপ্রোতো ভাবে জড়িয়ে আছে।
আজও আমার কাছে উত্তমকুমার অভিনীত চলচ্চিত্র গুলো খুব- খুব পছন্দের ,,বারবার দেখার পর ও যেন পুরোনো হয় না।
আর উওম কুমার ছিলেন একজন ভোজনরসিক মানুষ।
উওমকুমারের নামের সঙ্গে আরও দুইজন মহানায়িকার নাম না বললে ঠিক হবে না,,,
সুচিত্রা সেন ও সুপ্রিয়া দেবী ,এই দুই জন মহানায়িকাও আমাদের কাছে খুবই জনপ্রিয়।
সুপ্রিয়া দেবীর হাতের রান্না ছিল খুবই সুন্দর। মহানায়ক উত্তমকুমার ও তাঁর হাতের রান্না খেতে খুব ভালবাসতেন।
আজ সেই সুপ্রিয়া দেবীর , খুব বিখ্যাত একটি বাঙালী মাছের ঝালের পদ, আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম।
খুব অল্প সময়ে ও ঘরে থাকা সামান্য উপকরণ দিয়েই ,এই দারুণ স্বাদের কাতলা মাছের ঝালের পদটি বানিয়ে ফেলা সম্ভব।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30-35 মিনিট
3-4 জন
  1. 5-6টা বড় টুকরো কাতলা মাছ (পেটি হলে ভাল হবে)
  2. 2 টোআলু (পাতলা ও লম্বা করে কাটা)
  3. 2টেবিল চামচ হলুদ গুঁড়ো
  4. 2-1/2 চামচকাশ্মীরী লঙ্কার গুঁড়ো
  5. 2টেবিল চামচ সর্ষে বাটা
  6. স্বাদ মতনুন ও চিনি
  7. 4-5 টাকাঁচা লঙ্কা চেরা
  8. 3-4টেবিল চামচ সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

30-35 মিনিট
  1. 1

    প্রথমে একটা বাটিতে হলুদ ও লঙ্কার গুঁড়ো অল্প জল দিয়ে মিশিয়ে রাখতে হবে।
    মাছে নুন ও হলুদ মাখিয়ে নিতে হবে।

  2. 2

    কড়াই এ তেল গরম করে,মাছ,ভেজে তুলে নিতে হবে।
    ঐ তেলেই আলু অল্প নুন ও হলুদ দিয়ে ভেজে তুলে রাখতে হবে।

  3. 3

    এবার আরও একটু তেল গরম করে,জলে মেশানো মশলার মিশ্রণ দিয়ে,মধ্যম আঁচে, এক নাগারে নাড়তে হবে,যতক্ষণ পর্যন্ত মশলার থেকে তেল ছেড়ে আসে।

  4. 4

    এরপর চেরা কাঁচা লঙ্কা, অল্প চিনি,ও ভাজা আলু ও অল্প জল দিয়ে একটু মিশিয়ে নিয়ে এক-দুই মিনিট নাড়তে হবে।
    সর্ষে বাটা ও পরিমাণ মত গরম জল দিয়ে ভাল করে মিশিয়ে,ভাজা মাছ ও স্বাদ মত নুন দিয়ে নেড়েচেড়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে।

  5. 5

    ঝোল বেশ ঘন হয়ে এলে,উপর থেকে অল্প কাঁচা সর্ষের তেল ছড়িয়ে,গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Swati Ganguly Chatterjee
Swati Ganguly Chatterjee @Swatirrannaghor_2021
Maharashtra
Ranna korte bhalo lage,natun ranna shikte ichha kore.My YouTube channelhttps://youtube.com/channel/UCZu1MBiyFIOuxczJY13gUUQ
আরও পড়ুন

Similar Recipes