কাতলার রসরঞ্জন (Katlar Roshoranjan recipe in bengali)

Swati Ganguly Chatterjee
Swati Ganguly Chatterjee @Swatirrannaghor_2021
Maharashtra

#SF
কাতলা বা রুই মাছ দিয়ে এই ভিন্ন স্বাদের মাছের ঝোলের পদটি ভাতের সঙ্গে পরিবেশন করলে খুব ভাল লাগবে।
পেঁয়াজ, আদা-রসুন, লঙ্কার রসে বানানো বলে এটি খুব কম মশলাদার ও শরীরের জন্য খুবই লাভজনক।

কাতলার রসরঞ্জন (Katlar Roshoranjan recipe in bengali)

#SF
কাতলা বা রুই মাছ দিয়ে এই ভিন্ন স্বাদের মাছের ঝোলের পদটি ভাতের সঙ্গে পরিবেশন করলে খুব ভাল লাগবে।
পেঁয়াজ, আদা-রসুন, লঙ্কার রসে বানানো বলে এটি খুব কম মশলাদার ও শরীরের জন্য খুবই লাভজনক।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

35-40 মিনিট
2-3 জন
  1. 5-6 পিসকাতলা/রুই মাছ
  2. 1-1/2পেঁয়াজ
  3. 1" আদা স্লাইস
  4. 5-6কোয়া রসুন
  5. 3-4কাঁচা লঙ্কা
  6. 1/2 কাপটমেটো বাটা
  7. 1/4 কাপটক দই ফেটানো
  8. 1 চা চামচসাদা গোলমরিচের গুঁড়ো
  9. স্বাদ মতনুন ও চিনি
  10. 1 চা চামচহলুদ গুঁড়ো
  11. 1 চা চামচকাশ্মীরি লঙ্কার গুঁড়ো
  12. 2-3 টেচেরা কাঁচা লঙ্কা
  13. 2-3 টেবিল চামচ সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

35-40 মিনিট
  1. 1

    প্রথমে পেঁয়াজ, আদা-রসুন ও কাঁচা লঙ্কা মিক্সিতে বেটে,ছাঁকনি দিয়ে এই বাটা মশলা ছেঁকে রস বের করে নিতে হবে।
    দরকার হলে রস বের করার জন্য অল্প জল ব্যবহার করতে হবে।

  2. 2

    মাছে নুন, হলুদ ও অল্প লঙ্কা গুঁড়ো মাখিয়ে,কড়াই এ সর্ষের তেল গরম করে,মাছ ভেজে তুলে রাখতে হবে।
    এবার ঐ তেলেই কাঁচা লঙ্কা ফোরণ দিয়ে,টমেটো বাটা দিয়ে একটু কষতে হবে।
    কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এক-দুই মিনিট কষতে হবে।

  3. 3

    এবার মশলার রস ও চিনি দিয়ে ভাল করে কষতে হবে।
    এক-দুই মিনিট পর, ফেটানো টক দই দিয়ে ভাল করে কষে নিতে হবে।

  4. 4

    আন্দাজ মত গরম জল নুন,শা- মরিচ গুঁড়ো ও ভাজা মাছ দিয়ে ভাল করে নেড়ে,ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে।

  5. 5

    ঝোল ফুটে উঠলে,ঢাকা খুলে একটু নেড়েচেড়ে, গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে হবে এই দারুণ স্বাদের #কাতলার_রসরঞ্জন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Swati Ganguly Chatterjee
Swati Ganguly Chatterjee @Swatirrannaghor_2021
Maharashtra
Ranna korte bhalo lage,natun ranna shikte ichha kore.My YouTube channelhttps://youtube.com/channel/UCZu1MBiyFIOuxczJY13gUUQ
আরও পড়ুন

মন্তব্যগুলি (5)

Similar Recipes