ঠান্ডাই (thandai recipe in Bengali)

Susmita Sen
Susmita Sen @sneha_26

#দোলের রেসিপি

ঠান্ডাই (thandai recipe in Bengali)

#দোলের রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
৮জনের
  1. ১ টেবিল চামচ কাজু
  2. ১ টেবিল চামচ পোস্ত
  3. ২ টেবিল চামচ কাজু
  4. ১টেবিল চামচ পোস্ত
  5. ২ টেবিল চামচ আমন্ড
  6. ১ টেবিল চামচ চারমগজ
  7. ৬টি ছোট এলাচ
  8. ২ টেবিল চামচ চারমগজ
  9. ২টেবিল চামচ পোস্ত
  10. ১"দারচিনি
  11. ৬ টিছোট এলাচ
  12. ১/২ চা চামচ গোলমরিচ
  13. ১/২ চা চামচগোলমরিচ
  14. ১ টেবিল চামচ গোলাপের পাপড়ি
  15. ১ ইঞ্চিদারচিনি
  16. ১ টেবিল চামচ আমন্ড
  17. ১ টেবিল চামচ গোলাপের শুকনো পাপড়ি
  18. ১ লিটার দুধ
  19. ৩/৪ কাপচিনি
  20. ১ চিমটিকেশর

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    সব উপকরণ গুছিয়ে নিলাম। এলাচ, দারচিনি, গোলমরিচ ও গোলাপের পাপড়ি গুঁড়ো করে নিলাম।

  2. 2

    কাজু চারমগজ, পেস্তা, পোস্ত আমন্ড কিছুক্ষন ভিজিয়ে রেখে বেটে নিলাম।

  3. 3

    দুধ জ্বাল দিয়ে তাতে চিনি মেশালাম। একটু ঠান্ডা হলে কেশর দিলাম।

  4. 4

    এবার দুধ জ্বাল দিয়ে অল্প ঘন করে তাতে চিনি দিলাম ও একটু ঠান্ডা হলে কেশর মিশিয়ে নিলাম।

  5. 5

    এবার সব বাটা ও গুঁড়ো মশলা দুধে মিশিয়ে ৩-৪ ঘন্টা ফ্রিজে রাখলাম।
    সারারাতও রাখা যায়।

  6. 6

    এরপর এতে বেটে রাখা সব বাদামের পেস্ট ও গুঁড়ো করে রাখা মিশ্রণ মিশিয়ে 3 থেকে 4 ঘন্টা বা সারা রাত ফ্রিজে রেখে দিলাম।

  7. 7

    ঠান্ডা হলে পেস্তা কুচি ও গোলাপের পাপড়ি ছড়িয়ে সার্ভ করলাম

  8. 8

    ভালো ভাবে ঠান্ডা হলে মাটির খুঁড়ি বা গ্লাসে ঢেলে ওপর থেকে অল্প পেস্তা কুচি ও গোলাপের শুকনো পাপড়ি ছড়িয়ে সার্ভ করলাম

  9. 9

    চাইলে ওপরের সব পেস্টই একটু পরিমানে বেশি বানিয়ে কিছুদিনের জন্য ফ্রিজে রেখে দেওয়া যায়

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Susmita Sen
Susmita Sen @sneha_26

Similar Recipes