এগ পোলাও /ডিমের পোলাও

Uma Pandit
Uma Pandit @fupi_1975

এগ পোলাও হলো ভাজা ডিম, চাল ও সুগন্ধযুক্ত মসলা সহ তৈরি দিয়ে তৈরি একটি বিশেষ পোলাও। এটি রায়তা বা যেকোন ঝাল জাতীয় পদের সাথে পরিবেশন করা যেতে পারে। সপ্তাহের শেষ দিনে পরিবারের সঙ্গে উপভোগ করার মতো একটি বিশিষ্ট পদ।#এগ

এগ পোলাও /ডিমের পোলাও

এগ পোলাও হলো ভাজা ডিম, চাল ও সুগন্ধযুক্ত মসলা সহ তৈরি দিয়ে তৈরি একটি বিশেষ পোলাও। এটি রায়তা বা যেকোন ঝাল জাতীয় পদের সাথে পরিবেশন করা যেতে পারে। সপ্তাহের শেষ দিনে পরিবারের সঙ্গে উপভোগ করার মতো একটি বিশিষ্ট পদ।#এগ

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

4 জনের জন্য
  1. 8টিসু সিদ্ধ ডিম
  2. 2 টিসিদ্ধ করা আলু অর্ধেক করে কাটা
  3. 4 টেবিল চামচঘি
  4. 1 টেবিল চামচলাল লঙ্কার গুঁড়ো
  5. 1/2 চা চামচগোলমরিচ
  6. 2+1/2 কাপসরু লম্বা বাসমতি চাল
  7. 1কাপমিহি করে কুচোনো পেঁয়াজ
  8. 1 টেবিল চামচআদা রসুন বাটা
  9. 1 কাপটমেটো কুচি
  10. 1/2 কাপদই
  11. 3-4 টিকাঁচা লঙ্কা চেরা
  12. 2 চা চামচপুদিনা পাতা
  13. 2 চা চামচধনেপাতা কুচি
  14. 1 টিলেবুর রস
  15. 1 চা চামচগোটা জিরে
  16. 6-8 টিছোট এলাচ
  17. 2 টিতেজপাতা
  18. 1"দারচিনি টুকরো
  19. 1 টিস্টার এনিস
  20. 1/2 চা চামচহলুদ গুঁড়ো
  21. 1 চা চামচচিনি
  22. স্বাদমতোনুন

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    ডিমের পোলাও তৈরি করতে হলে প্রথমে আমরা ডিমগুলোকে ভালো করে ভেজে নেব তারপর আলু গুলোকে লালচে করে ভেজে তুলবো

  2. 2

    লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মিশিয়ে নিয়ে সদ্য গুঁড়ো করা গোলমরিচ দিয়ে আলু ও ডিম কে লালচে হওয়া পর্যন্ত নাড়তে হবে এবং সামান্য কুঁচকে যাওয়ার পর নামিয়ে নিতে হবে

  3. 3

    অন্য একটি প্যানে জিরে এলাচ দারচিনি স্টার আনিস দিয়ে সুগন্ধ বেরোনো পর্যন্ত নাড়তে হবে

  4. 4

    এরপর কড়াইয়ে আদা রসুন কাঁচা লঙ্কা থেঁতো করা দিয়ে নাড়তে হবে

  5. 5

    এবারে পেঁয়াজ দিয়ে লালচে রঙ ধরতে শুরু করা অবধি ভাজতে হবে

  6. 6

    এবারে টমেটো দিয়ে নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মসলা টাকে মিশিয়ে নিতে হবে

  7. 7

    ফ্যাটানো দই দিয়ে ভালো করে মসলার সাথে মিশিয়ে নিতে হবে

  8. 8

    এবারের নুন চিনি কুচোনো পুদিনা পাতা লেবুর রস ও ধনেপাতা কুচি মিশিয়ে নিতে হবে। এবারের আবার মিনিটখানেক রান্না করতে হবে

  9. 9

    ধুয়ে জল ঝরিয়ে রাখা চাল এতে দিয়ে দিতে হবে। দিনগুলোতে সামান্য ফোঁড় দিয়ে জল সহ চালের মধ্যে দিতে। ঢাকা দিয়ে 80% রান্না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে

  10. 10

    অল্প আঁচে রান্না করতে হবে

  11. 11

    হাতা সহজে হালকাভাবে নেড়ে দিতে হবে এবং কয়েক মিনিট ঢাকা দিয়ে রাখতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Uma Pandit
Uma Pandit @fupi_1975

মন্তব্যগুলি

Similar Recipes