বাঙালি পদ্ধতিতে বানানো চিঁড়ের পোলাও

Kumkum Chatterjee
Kumkum Chatterjee @cook_12055532

পোহা ভারতের একটি স্বাস্থ্যকর প্রাতঃরাশ পদ কিন্তু ভারতের বিভিন্ন রাজ্যে এর স্বাদের কিছু পরিবর্তন হয়েছে। এটি একটি চিরাচরিত বাংলা পদ যা বিভিন্ন রকমের সবজি, বাদাম এবং কিসমিস দিয়ে তৈরি করা হয়। এটি টিফিন বা দুপুরের আহার হিসাবে বা কেবল গরম এক কাপ ধোঁয়া ওঠা চায়ের সঙ্গে় সান্ধ্য আহারে খাওয়া যেতে পারে।

বাঙালি পদ্ধতিতে বানানো চিঁড়ের পোলাও

পোহা ভারতের একটি স্বাস্থ্যকর প্রাতঃরাশ পদ কিন্তু ভারতের বিভিন্ন রাজ্যে এর স্বাদের কিছু পরিবর্তন হয়েছে। এটি একটি চিরাচরিত বাংলা পদ যা বিভিন্ন রকমের সবজি, বাদাম এবং কিসমিস দিয়ে তৈরি করা হয়। এটি টিফিন বা দুপুরের আহার হিসাবে বা কেবল গরম এক কাপ ধোঁয়া ওঠা চায়ের সঙ্গে় সান্ধ্য আহারে খাওয়া যেতে পারে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৩ জনের জন্য পরিবেশিত
  1. ২ কাপমোটা চিঁড়া
  2. ২ বড় চামচবাদাম
  3. ১ বড় চামচকিসমিস
  4. ১ বড় চামচনারকেল কুচি
  5. ১ বড় চামচছোট ডুমো গাজর টুকরো
  6. ১ টিছোট আলু
  7. ২ বড় চামচফুলকপি কুচি
  8. ১ বড় চামচবিন কুচি
  9. এক বড় চামচমটরশুঁটি
  10. ১ টিবড় পেয়াঁজকুচি
  11. ১ চা চামচআদা কুচি
  12. ১ বড় চামচচিনি
  13. স্বাদমতনুন
  14. ২ টিআধা থেঁতো করা সবুজ এলাচ
  15. ২ টিতেজপাতা
  16. ১/২ চা চামচগোটা জিরা
  17. ১ বড় চামচঘী
  18. ২ বড় চামচরিফাইন্ড তেল
  19. ১/২ চা চামচগরম মশলা গুঁড়ো
  20. ১ বড় চামচধনেপাতাকুচি
  21. ২-৩ টিভাঙা কাঁচা লঙ্কা

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    চিঁড়ে ধুয়ে নিন ও জল থাকলে ঝরিয়ে নিন। অল্প লবণ এবং চিনি মাখিয়ে একপাশে রাখুন।

  2. 2

    তেল গরম করুন এবং সবজিগুলো ঢিমে আঁচে আলাদা আলাদাভাবে ভাজা করুন। গোটা জিরা ছিটিয়ে দিন এবং যখন তারা ফাটবে তখন আদাকুচি এবং ২ টি ছেঁচা এলাচ যোগ করুন। পেঁয়াজ কুচি যোগ করুন ও হালকা করে ভাজুন।

  3. 3

    সবুজ মটরশুঁটি ভেজে অন্যান্য ভাজা সবজি যোগ করুন। নেড়েচেড়ে নিন এবং চিঁড়া যোগ করুন। এখন স্বাদমত লবণ এবং চিনি যোগ করুন। এবার নারকেল কুচি, কিসমিস এবং ভাজা বাদাম যোগ করুন। কয়েকটি তেজপাতা এবং ভাঙা কাঁচা লঙ্কা যোগ করুন। গরম মশলা গুঁড়া এবং ধনেপাতাকুচি ছড়িয়ে পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Kumkum Chatterjee
Kumkum Chatterjee @cook_12055532

মন্তব্যগুলি

Similar Recipes