লুচি ও আলুর দম

Kumkum Chatterjee
Kumkum Chatterjee @cook_12055532

#কুকপ্যাডটার্নস২

লুচি ও আলুর দম

#কুকপ্যাডটার্নস২

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. এক কাপময়দা
  2. ২ বড় চামচআটা
  3. এক কাপরিফাইন্ড তেল
  4. স্বাদমতনুন
  5. ৬ টিসেদ্ধ আলু
  6. ৩ বড় চামচসর্ষের তেল
  7. ১ চা চামচআদা বাটা
  8. ১ বড় চামচআলুর দম মশলা
  9. ১ টিটম্যাটো কুচি
  10. ১ বড় চামচটম্যাটো পিউরি
  11. ১ বড় চামচফ্রেশ ক্রিম
  12. ১/৪ চা চামচগরম মশলা
  13. এক চিমটেহিং
  14. ১/৪ চা চামচহলুদ
  15. ১/৪ চা চামচশুকনো লঙ্কার গুঁড়ো
  16. ১ বড় চামচধনেপাতাকুচি
  17. দেড় কাপজল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    আটা ও ময়দা মিশিয়ে নিন। অল্প নুন ও তেল ছিটিয়ে দিন। জল দিয়ে ভালোকরে মেখে সরিয়ে রাখুন।

  2. 2

    এরই মধ্যে আলু সেদ্ধ করে নিন। এতে নুন হলুদ মাখিয়ে সর্ষের তেলে হালকা করে ভেজে নিন। বাকি তেলে এক চিমটে হিং দিয়ে তাতে টম্যাটো কুচি, অল্প নুন ও চিনি দিন। যখন টম্যাটো গোলে নরম হবে, আদা বাটা ও আলুর দম মশলা দিন। হলুদ ও লঙ্কারগুঁড়ো ও দিন। টম্যাটো পিউরি ও ফ্রেশ ক্রিম দিয়ে আলুগুলো উল্টে নিন। মটরশুঁটি ও অল্প জল দিয়ে ফোটান। মশলাগুলো আলুর গায়ে লেগে গেলে, গরম মশলা ও ধনেপাতা কুচি ছড়িয়ে পরিবেশন করুন।

  3. 3

    লুচির জন্য মন্ড থেকে সমমাপের ছোট বল বানান ও বেলে নিন। কড়াইতে তেল দিন ও লুচিগুলো ভেজে নিন। আলুর দম দিয়ে গরমাগরম লুচি পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Kumkum Chatterjee
Kumkum Chatterjee @cook_12055532

মন্তব্যগুলি

Similar Recipes