বাটার এগ নুডলস উইথ হানি ফিস

Sukanya pramanick
Sukanya pramanick @cook_15683286

মাছের রেসিপি

বাটার এগ নুডলস উইথ হানি ফিস

মাছের রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ১বাটি সেদ্ধ করা নুডলস
  2. ২টো ডিম
  3. ৪চা চামচ বাটার
  4. ১\২ চা চামচ লেবুর রস
  5. ১\২ চা চামচ মরিচ গুঁড়ো
  6. আন্দাজ মতো নুন আর চিনি
  7. ১টা পেয়াজ কুচি
  8. ২টো কোয়ারসুন কুচি
  9. ১কাপ ভেটকি মাছ টুকরো করা
  10. ১চা চামচ লেবুর রস
  11. ১\২চা চামচ লঙ্কা বাটা
  12. ১চা চামচ রসুন বাটা
  13. ১চা চামচ পিয়াজ বাটা
  14. ১টা ডিম
  15. ১কাপ বিস্কুট গুরো
  16. ১চা চামচ সয়া শস
  17. ৪চা চামচ মধু
  18. ১চা চামচ করে আদা রসুন আর পিয়াজ এর রস

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে নুডলস সেদ্ধ করে নেব।

  2. 2

    এবার কড়াইতে বাটার দিলাম।

  3. 3

    এবার পিয়াজ আর রসুন কুচি দিলাম ।

  4. 4

    একটু ভেজে নিয়ে নুডলস গুলো দিয়ে নেরে নিয়ে একটু লেবুর রস আন্দাজ মতো নুন আর চিনি দিয়ে নেরে তুলে রাখলাম । আর শেষে ২টো ডিম ভেজে ওটে ছরিয়ে দেব।

  5. 5

    আর শেষে ২টো ডিম ভেজে ওটে ছরিয়ে দেব।

  6. 6

    হানি ফিস করতে ভেটকি মাছ গুলো টুকরো করে ভাল করে ধুয়ে নেব।

  7. 7

    তাতে আন্দাজ মতো নুন,লেবুর রস,পিয়াজ বাটা, রসুন বাটা, কাচা লঙ্কা বাটা আর ডিম দিয়ে ভাল করে মেখে নিতে হবে।

  8. 8

    এবার মাছের টুকরো গুলো বিস্কুট গুরোতে মাখিয়ে তেলে ভেজে নেব।

  9. 9

    এবার কড়াইতে সামান্য তেল গরম করে তাতে পিয়াজ রসুনে রস, সোয়া শস,আন্দাজ মতো নুন, মরিচ গুরো আর মধু দিয়ে ভাল করে নেরে নেব।

  10. 10

    এবার মাছের টুকরো গুলো ওতে দিয়ে আর অল্প জল দিয়ে নেরেচেরে ঢাকা তেব ১০মিনিট ।

  11. 11

    ১০মিনিট পর নাবিয়ে নিয়ে নুডলস দিয়ে হানি ফিস পরিবেশন করুন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Sukanya pramanick
Sukanya pramanick @cook_15683286

Similar Recipes