ফিস বাটার ফ্রাই (fish butter fry recipe in Bengali)

Mitali Partha Ghosh
Mitali Partha Ghosh @cook_20359533

#GA4
#Week5
ভেটকি মাছের এই বাটারফ্রাই টি খেতে খুবই সুস্বাদু হয়। বাড়িতে কোন অতিথি এলে চটজলদি এটা বানিয়ে দেওয়া যায়। চায়ের সঙ্গে স্নাক্স হিসেবে খেতে খুবই সুস্বাদু লাগে।

ফিস বাটার ফ্রাই (fish butter fry recipe in Bengali)

#GA4
#Week5
ভেটকি মাছের এই বাটারফ্রাই টি খেতে খুবই সুস্বাদু হয়। বাড়িতে কোন অতিথি এলে চটজলদি এটা বানিয়ে দেওয়া যায়। চায়ের সঙ্গে স্নাক্স হিসেবে খেতে খুবই সুস্বাদু লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
৪জন
  1. ৪ টি ভেটকি মাছের ফিলে
  2. ২কাপ ময়দা
  3. ১চা চামচ গোলমরিচের গুঁড়ো
  4. ১/২ পাতিলেবুর রস
  5. ৪চা চামচ কর্নফ্লাওয়ার
  6. ১চা চামচ আদার পেস্ট
  7. ১চা চামচ রসুনের পেস্ট
  8. ২টি কাঁচা লঙ্কা বাটা
  9. ১মুঠো ধনেপাতা
  10. ১৫টি পুদিনা পাতা
  11. স্বাদ মতনুন
  12. ২কাপ আইস ওয়াটার
  13. ২চা চামচ বাটার
  14. ১টি ডিম
  15. ১/২কাপ সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    প্রথমে ভেটকি মাছের ফিলে গুলোকে ভাল করে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে।

  2. 2

    এবার ওগুলোকে নুন লেবুর রস আর গোলমরিচ গুঁড়ো মাখিয়ে ১০ মিনিট রাখতে হবে।

  3. 3

    এবার একটা মিক্সার জার এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কা ধনেপাতা পুদিনাপাতা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিতে হবে।

  4. 4

    এবার ওই পেস্টটা দিয়ে ভেটকি মাছ ফিলেগুলোকে ম্যারিনেট করে একটা এয়ারটাইট বক্সের মধ্যে রেখে ফ্রিজের মধ্যে রাখতে হবে মিনিমাম ১ ঘন্টা।

  5. 5

    যতক্ষণ ম্যারিনেট হবে তার মধ্যে বেটার টা বানিয়ে নিতে হবে।

  6. 6

    একটা মিক্সিং বোল এর মধ্যে ময়দা কর্নফ্লাওয়ার ১/২ চা চামচ গোল মরিচের গুঁড়ো পরিমাণমতো নুন একটা ডিম আর গলানো বাটার আর একদম চিল্ড ওয়াটার দিয়ে বেটার টা তৈরি করতে হবে।

  7. 7

    চিল্ড ওয়াটার দিলে বাটারফ্লাই ভিশন ক্রিস্পি হয়।

  8. 8

    এবার একটা করাইয়ের মধ্যে তেল গরম করতে হবে।

  9. 9

    এবার ম্যারিনেট করে রাখা ফিলে গুলোঐ ব্যাটারে ডুবিয়ে গরম তেলে হালকা আঁচে ডিপ ফ্রাই করতে হবে।

  10. 10

    ভালো করে দুপিঠ ভাজা হয়ে গেলে তুলে নিয়ে গরম গরম সসের সঙ্গে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mitali Partha Ghosh
Mitali Partha Ghosh @cook_20359533

Similar Recipes