মুড়ি ঘণ্ট

Susmita Halder
Susmita Halder @cook_16261924
Deoghar, Jharkhand

পপুলার দিস ওফ ওয়েস্ট বেঙ্গল

মুড়ি ঘণ্ট

পপুলার দিস ওফ ওয়েস্ট বেঙ্গল

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০/২৫ মিনিট
৩ জন
  1. ২ টোমাছের মাথা (কাতলা / রুই)
  2. ১ কাপ গোবিন্দ ভোগ চাল
  3. ৪ টেপিয়াজ কুঁচি
  4. ২ টোআলু
  5. ৮ কোয়ারসুন
  6. ১ চা চামচ আদা বাটা
  7. অল্পগোটা গরম মশলা
  8. ২ টোতেজ পাতা
  9. ২ টোশুকনো লঙ্কা - ২ টো
  10. পরিমান মতনকাচা লঙ্কা বাটা
  11. পরিমাণ মতনঘী
  12. ১ চা চামচ গরম মশলা গুড়ো
  13. ১ চা চামচ হলুদ গুঁড়ো
  14. ২ চা চামচ জিরের গুড়ো
  15. ১ কাপ সর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

২০/২৫ মিনিট
  1. 1

    প্রথমে গোবিন্দ ভোগ চাল টাকে ঘী দিয়ে মাখিয়ে রেখে দিতে হবে।

  2. 2

    এবারে কড়াই গরম করে তাতে নুন, হলুদ মাখানো মাছের মাথা গুলোকে ভালো করে ভেজে তুলে রাখতে হবে।

  3. 3

    একই ভাবে টুকরো করা আলু ভেজে তুলে রাখতে হবে।

  4. 4

    এবারে গোবিন্দ ভোগ চালটা ধুয়ে, জল ঝরিয়ে, তাতে ঘী মাখিয়ে ১৫ মিনিট রেখে দিতে হবে।

  5. 5

    এবারে মুরো ভাজা তেলে, অল্প ঘী গরম করে, তাতে তেজ পাতা, শুঁকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোঁড়ন দিতে হবে।

  6. 6

    এবারে তাতে কুচনো পিয়াঁজ দিয়ে কিছক্ষণ ভাজতে হবে। এবারে তাতে রসুন বাটা দিয়ে, হালকা লাল করে ভেজে নিতে হবে।

  7. 7

    এবারে তাতে সব মশলা সাদা বাটা, হলুদ গুঁড়ো, কাচা লঙ্কা বাটা, জিরের গুঁড়ো ও স্বাদ মত নুন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে।

  8. 8

    এবারে তাতে মাছের মাথা, ও ভাজা আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। তেল ছেড়ে আসলে তাতে ১ চামচ চিনি দিতে হবে।

  9. 9

    এবারে ঘী মাখানো চাল টা দিয়ে ভালো করে নাড়তে হবে।

  10. 10

    এবারে তাতে ৪/৫ কাপ উষ্ণ গরম জল ভালো করে নাড়াচাড়া করে, ১৫ মিনিট ঢেকে রাখতে হবে। মাঝে মাঝে ঢাকনা টা উঠিয়ে নাড়াচাড়া করতে হবে।

  11. 11

    হয়ে এলে তাতে ঘী, ও গরম মশলা দিয়ে নামিয়ে নিতে হবে। ব্যাস তৈরি হয়ে গালো মুড়ি ঘণ্ট।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Susmita Halder
Susmita Halder @cook_16261924
Deoghar, Jharkhand
Admin of Bangalir Ranna Banna group. Love cooking new dishes.
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes