বাটার নান - চানামশলা

Swagata Ghosh
Swagata Ghosh @cook_16121974
Kolkata

বাটার নান - চানামশলা

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা ৩০ মিনিট
৩-৪ জন
  1. ছোলে তৈরীর জন্যে:-
  2. ১৫০ গ্রাম কাবুলি ছোলা
  3. ১ টা আলু
  4. ১ কাপ পিয়াঁজ বাটা
  5. ১ কাপ টমেটো বাটা
  6. স্বাদানুযায়ী কাঁচা লঙ্কা বাটা
  7. ১ টেবিল চামচ আদা বাটা
  8. ১ টেবিল চামচ রসুন বাটা
  9. ১/২ কাপ ধনেপাতা কুঁচি
  10. পরিমাণ মতোগোটা গরম মশলা
  11. ২ টো তেজপাতা
  12. স্বাদ অনুযায়ীগোটা গোলমরিচ
  13. ২ টেবিল চামচ চা-পাতা
  14. ২ টেবিল চামচ চানামশলা
  15. ১ টেবিল চামচ জিরে গুঁড়ো
  16. ১ টেবিল চামচকাশ্মীরী লঙ্কার গুঁড়ো
  17. স্বাদানুযায়ী লবণ
  18. পরিমান মতোসর্ষের তেল
  19. ১ টেবিল চামচ হলুদ গুঁড়ো
  20. ১ টেবিল চামচ মাখন/বাটার
  21. বাটার নান তৈরীর জন্য:-
  22. ২ কাপ ময়দা
  23. ১০০ গ্রাম টক দই
  24. স্বাদানুযায়ী লবণ
  25. ২ টেবিল চামচ সাদা তেল
  26. ১ টেবিল চামচ চিনি
  27. পরিমাণ মতো গরম জল
  28. ১০০ গ্রামমাখন/ বাটার
  29. পরিমান মতোধনেপাতা কুঁচি

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা ৩০ মিনিট
  1. 1

    প্রায় ৬ ঘন্টা কাবুলি ছোলা গুলো জলে ভিজিয়ে রাখুন

  2. 2

    ছোলা গুলো ফুলে উঠলে, প্রেসার কুকারে দিতে হবে। ঐ কুকারে একসাথে কুচো আলু দিয়ে দিতে হবে।

  3. 3

    এবারে একটি পুঁটলির মধ্যে বেশ খানিকটা চা পাতা, গোটা গরম মশলা আর গোটা গোলমরিচ রেখে ভালো করে বেধে নিয়ে সেটি কুকুরে দিয়ে পরিমাণ মতো জল ঢেলে ছোলা গুলো সেদ্ধ করতে দিতে হবে

  4. 4

    বেশ কয়েকটি সিটির পর প্রেসারের ঢাকনা খুলে ঐ পুঁটলি বের করে নিতে হবে আর জলটা ছেঁকে একটা পাত্রে রেখে দিতে হবে

  5. 5

    এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তাতে আদা-রসুন বাটা, পিঁয়াজ বাটা আর টমেটো বাটা দিয়ে দিতে হবে

  6. 6

    এবার এতে জিরে গুড়ো, হলুদ, লবণ, কাশ্মীরী লঙ্কার গুড়ো আর চানামশলা দিয়ে ভালো করে কষতে হবে

  7. 7

    এবার ওর মধ্যে সেদ্ধ করা আলু আর ছোলা গুলো দিয়ে মিশিয়ে নিতে হবে

  8. 8

    সবকিছু বেশ ভালো ভাবে কষা হয়ে গেলে ঐ ছেঁকে রাখা জল দিয়ে মিশিয়ে নিতে হবে

  9. 9

    মিনিট ২ রান্না করার পর ওতে ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে আর শেষে একটু বাটার দিতে হবে, ভালো করে মিশিয়ে পরিবেশন করুন নান বা পরোঠার সাথে

  10. 10

    আন‍্যদিকে একটি পাত্রে ময়দা নিয়ে তাতে সাদ তেল, অল্প নুন আর সামান্য চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে

  11. 11

    তার পর তাতে টকদই দিয়ে মেশাতে হবে

  12. 12

    এবার ধীরে ধীরে উষ্ণ গরম জল যোগ করে ময়দা মেখে নিতে হবে আর ভাল করে ঠেসতে হবে

  13. 13

    ময়দার ডো টাকে সাদাতেল মাখিয়ে ৩০ মিনিটের জন্যে চাপা দিয়ে রেখে দিতে হবে, এতে ময়দা আরও নরম হয়ে যাবে

  14. 14

    এবার ওই ডো থেকে লেচি কেটে বেলে নিতে হবে

  15. 15

    এখন পরোটা গুলোর এক দিকে জল ব্রাশ করে চাটুতে দিতে হবে, আঁচ মাধ্যম থাকবে।

  16. 16

    কিছুক্ষণ ওভাবে রাখার পর এবার চাটুটা উল্টো করে ধরতে হবে তাতে পরোটার ওপর অংশ ফুলে ওঠে

  17. 17

    একটি পাত্রে বাটার গলিয়ে ধনেপাতা কুচি মিশিয়ে ওই মিশ্রণ নান এর ওপর ব্রাশ করে গরম গরম পরিবেশন করুন চানামশলার সাথে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Swagata Ghosh
Swagata Ghosh @cook_16121974
Kolkata
My youtube channel link 👇https://www.youtube.com/channel/UC_PflBN3oqGd--gFrNLgxGQ
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes