মধু মালাই চিংড়ি

Jayanwita Mukherjee
Jayanwita Mukherjee @cook_15445132

# মধ্যাহ্নভোজনের_রেসিপি
এটি সুস্বাদু চিংড়ি মাছের একটি পদ এটি পোলাও অথবা সাধারন ভাতের সাথে পরিবেশন করা যায় এটি আমরা দৈনন্দিন জীবনে দুপুরে খাবারের সাথে পরিবেশন করতে পারি অথবা একটু বিশেষ কোনো ঘরোয়া উৎসব অনুষ্ঠানে দিনও এই রান্নাটি অনায়াসেই এই করা যায়।

মধু মালাই চিংড়ি

# মধ্যাহ্নভোজনের_রেসিপি
এটি সুস্বাদু চিংড়ি মাছের একটি পদ এটি পোলাও অথবা সাধারন ভাতের সাথে পরিবেশন করা যায় এটি আমরা দৈনন্দিন জীবনে দুপুরে খাবারের সাথে পরিবেশন করতে পারি অথবা একটু বিশেষ কোনো ঘরোয়া উৎসব অনুষ্ঠানে দিনও এই রান্নাটি অনায়াসেই এই করা যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

30মিনিট
6 সারভিংস
  1. ২ টি গলদা চিংড়ি
  2. 50 গ্রামপেঁয়াজ বাটা
  3. 1 টেবিল চামচকাঁচালঙ্কা বাটা
  4. 1 টেবিল চামচআদা বাটা
  5. 1 টেবিল চামচকাজু বাদাম বাটা
  6. 1 চামচআমন্ড বাটা
  7. 1 টেবিল চামচমাওয়া
  8. 1 টেবিল চামচফ্রেশ ক্রিম
  9. 1 কাপনারকেলের দুধ
  10. 1 চা চামচমধু
  11. 4টি এলাচ
  12. 3 টিলবঙ্গ
  13. 1 ইঞ্চি দারচিনি
  14. 2 টোতেজপাতা
  15. স্বাদমতোনুন
  16. প্রয়োজনমতোসাদা তেল
  17. 1/2 চামচহলুদ গুঁড়ো
  18. 2 চা চামচকাশ্মীরি লঙ্কাগুঁড়ো
  19. 1 চা চামচঘি

রান্নার নির্দেশ সমূহ

30মিনিট
  1. 1

    প্রথমে চিংড়ি মাছ গুলো ভালো করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে হালকা করে ভেজে তুলে রাখতে হবে

  2. 2

    এরপর ওই তেলেই গোটা গরম মসলা ও তেজপাতা ফোঁড়ন দিয়ে পেঁয়াজ বাটা দিয়ে কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভাজতে হবে।

  3. 3

    এরপর ওর মধ্যে আদা বাটা, হলুদ গুঁড়ো,কাশ্মীরি লঙ্কাগুঁড়ো দিয়ে প্রয়োজনে অল্প জল দিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে নিতে হবে।

  4. 4

    এরপর ওর মধ্যে কাজু বাদাম বাটা ও আমন্ড বাদাম বাটা দিয়ে মশলা টা আবারো ভালো করে কষাতে হবে যতক্ষণ পর্যন্ত না তেল ছেড়ে বেরিয়ে আসে।

  5. 5

    এই সময় ওর মধ্যে প্রয়োজনীয় নুন দিয়ে দিতে হবে, নারকেলের দুধ টা দিয়ে দিতে হবে। সবকিছু ভালো করে মিশিয়ে গ্রেভি টা ফুটতে দিতে হবে।

  6. 6

    গ্রেভি ফুটে যখন ঘন হয়ে আসবে তখন ওর মধ্যে মাওয়া ও চিংড়ি মাছ গুলো দিয়ে অল্প কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে।

  7. 7

    নামানোর আগে ওর মধ্যে মধু ও ফ্রেশ ক্রিম টা ছড়িয়ে আবারো ভালো করে মিশিয়ে নিতে হবে গ্রেভি টা ফুটে যখন সুন্দর রং আসবে তখন ওর মধ্যে এক চামচ ঘি দিয়ে গ্যাস বন্ধ করে রেখে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখতে হবে।

  8. 8

    এরপর নামিয়ে গরম ভাত অথবা পোলাওয়ের সাথে পরিবেশন করুন মধু মালাই চিংড়ি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jayanwita Mukherjee
Jayanwita Mukherjee @cook_15445132

মন্তব্যগুলি

Similar Recipes