মালাই চিংড়ি (Malai chingri recipe in Bengali)

Bindi Dey
Bindi Dey @cook_20288876

#ebook2
#দুর্গাপুজো
এই ভাবে চিংড়ি মাছ রান্না করতে পোলাও ,ফ্রাইড রাইস বা ভাতের সাথে পরিবেশন করতে পারবে। খেতেও দারুণ লাগে।

মালাই চিংড়ি (Malai chingri recipe in Bengali)

#ebook2
#দুর্গাপুজো
এই ভাবে চিংড়ি মাছ রান্না করতে পোলাও ,ফ্রাইড রাইস বা ভাতের সাথে পরিবেশন করতে পারবে। খেতেও দারুণ লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০ মিনিট
৩ জন
  1. ৩০০ গ্রাম গলদা চিংড়ি
  2. ১ টা পেঁয়াজ কুচি
  3. ১ টেবিল চামচ আদা রসুন বাটা
  4. ১/২ চা চামচ লঙ্কা গুঁড়ো
  5. ৫ টা কাজু
  6. ২ টো এলাচ
  7. ১ টুকরো দারচিনি
  8. ১ টা তেজপাতা
  9. ১/২ কাপ দুধের সর
  10. ১/২ চা চামচ চিনি
  11. পরিমাণ মতো সাদা তেল
  12. স্বাদ মতো নুন

রান্নার নির্দেশ সমূহ

২০ মিনিট
  1. 1

    প্রথমে চিংড়ি মাছ গুলো একটু নুন আর হলুদ দিয়ে ভেজে তুলে রাখতে হবে।কাজু বাদাম গুলো দুধের সর দিয়ে মিক্সিতে পেষ্ট করে নিতে হবে।

  2. 2

    তারপর কড়াইতে তেল গরম করে তেজপাতা, এলাচ আর দারচিনি ফোড়ন দিয়ে একটু ভেজে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভাজতে হবে।

  3. 3

    তারপর তাতে আদা রসুন বাটা, নুন, হলুদ আর লংকা র গুড়ো দিয়ে সাথে ২ টেবিল চামচ জল দিয়ে কষতে হবে।

  4. 4

    কষানো হয়ে গেলে ভেজে রাখা চিংড়ি মাছ গুলো দিয়ে মিশিয়ে নিতে হবে।তারপর দুধের সর ঢেলে আচঁটা কমিয়ে ৫ মিনিট ঢেকে দিতে হবে ।

  5. 5

    তারপর চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিতে হবে। তারপর পোলাও বা ভাতের সাথে পরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Bindi Dey
Bindi Dey @cook_20288876

Similar Recipes