(চিংড়ি মাছের মালাইকারি) চিংড়ি মাছ নারকেলের দুধের ঘন ঝোলর সাথে।

Aparajita Dutta
Aparajita Dutta @cook_9630376
Delhi

#কুকিং উইথ কোকোনাট। চিংড়ি মাছের মালাইকারি বাঙ্গালীদের একটি রন্ধন প্রণালী ।সাধারণত এটা বড় চিংড়ি মাছ দিয়ে নারকেলের দুধের সঙ্গে ঘন করে বানানো হয় এবং সাধারন ভাতের সঙ্গে পরিবেশন করা হয়।

(চিংড়ি মাছের মালাইকারি) চিংড়ি মাছ নারকেলের দুধের ঘন ঝোলর সাথে।

#কুকিং উইথ কোকোনাট। চিংড়ি মাছের মালাইকারি বাঙ্গালীদের একটি রন্ধন প্রণালী ।সাধারণত এটা বড় চিংড়ি মাছ দিয়ে নারকেলের দুধের সঙ্গে ঘন করে বানানো হয় এবং সাধারন ভাতের সঙ্গে পরিবেশন করা হয়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩ জনের জন্য
  1. ৪ টিবড় চিংড়ি মাছ পরিষ্কার করা ও ছাড়ানো
  2. ২ টেবিল চামচপেঁয়াজ বাটা
  3. ২ চা চামচআদা রসুন বাটা
  4. ১/২ চা চামচহলুদ গুঁড়ো
  5. ১/৪ চা চামচলাল লঙ্কা গুঁড়ো
  6. ১ চা চামচগরম মশলা গুঁড়ো
  7. ২ কাপতাজা নারকেলের দুধ
  8. স্বাদমতোনুন
  9. ১/২ চা চামচচিনি
  10. ১ চা চামচঘি
  11. ২ টিতেজপাতা
  12. ৪ টিছোট এলাচ
  13. ১ টিকাঁচা লঙ্কা সাজাবার জন্য

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    চিংড়ি মাছে হলুদ নুন মাখিয়ে নিতে হবে

  2. 2

    চিংড়ি মাছ হালকা করে ভেজে রেখে দিতে হবে

  3. 3

    একটি পাত্রে তেল গরম করে নিতে হবে

  4. 4

    তেজপাতা ও সব মসলা দিয়ে দিতে হবে

  5. 5

    এবার পেঁয়াজ বাটা দিয়ে হালকা করে ভেজে নিতে হবে

  6. 6

    আদা রসুন বাটা লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে

  7. 7

    সাতলে নিতে হবে যতক্ষণ না মসলার কাঁচা গন্ধ যায়

  8. 8

    এবার নুন ও চিনি দিয়ে দিতে হবে

  9. 9

    নারকেলের দুধ দিয়ে দিতে হবে

  10. 10

    চিংড়ি মাছ দিয়ে দিতে হবে

  11. 11

    ৫ মিনিটের জন্য ঢেকে রান্না করতে হবে

  12. 12

    ঘি গরম মসলা ও কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিতে হবে

  13. 13

    গরম গরম ভাতের সাথে পরিবেশন করতে হবে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Aparajita Dutta
Aparajita Dutta @cook_9630376
Delhi

মন্তব্যগুলি

Similar Recipes