প্যান ফ্রায়েড রোস্টেড চিকেন।

Sampa Banerjee
Sampa Banerjee @sam1971
Vaishali, Ghaziabad

একঘেয়ে চিকেনের ঝোল যখন আর ভালো লাগেনা বা একটু অন্যরকম কম মশলার চিকেন যদি বানাতে চান তাহলে এই চিকেন বানাতে পারেন।

প্যান ফ্রায়েড রোস্টেড চিকেন।

একঘেয়ে চিকেনের ঝোল যখন আর ভালো লাগেনা বা একটু অন্যরকম কম মশলার চিকেন যদি বানাতে চান তাহলে এই চিকেন বানাতে পারেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

2ঘন্টা 20মিনিট।
2 জনের জন্য
  1. 2টোবড় চিকেন ব্রেস্ট পিস
  2. 2 টেবিল চামচরসুন বাটা
  3. 1 টেবিল চামচলেবুর খোসা কুরানো
  4. 1/ 2 কাপলেবুর রস
  5. স্বাদমতোনুন
  6. 1 টেবিল চামচআদা বাটা
  7. 2 টেবিল চামচঘি
  8. 1 চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  9. 1 চা চামচধোনে গুঁড়ো
  10. 1 চা চামচগরম মশলা
  11. পরিমাণ মতোসেদ্ধ সবজি(সেদ্ধ করা মটরশুটি, সেদ্ধ করা গাজর টুকরো,টুকরো করা সেদ্ধ বিনস, টুকরো ফুলকপি সেদ্ধ)2 কাপ।
  12. 1 টেবিল চামচসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

2ঘন্টা 20মিনিট।
  1. 1

    প্রথমে, চিকেন ধুয়ে না কেটে ওর মধ্যে একটু কাঁটাচমচ দিয়ে ছিদ্র করে, নুন,লেবুর রস, রসুন বাটা, আদা বাটা, আর লেবু কুড়োনো দিয়ে 2 ঘন্টা ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিন।

  2. 2

    এরপর, এই চিকেন কে লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলা দিয়ে কুকারে আধ কাপ জল দিয়ে বসিয়ে দিতে হবে। একটা সিটি এলে নামিয়ে নিতে হবে।

  3. 3

    এবার,10 মিনিট পর কুকার ঠান্ডা হলে, এই মাংস একটা ফ্রায়িং প্যানে ঘি গরম করে, খুব লাল করে 7 মিনিট ভেজে নিতে হবে দু পিঠ।

  4. 4

    এবার, আরেকটা ফ্রায়িং প্যানে সাদা তেল গরম করে, সেদ্ধ সবজি 3 মিনিট নেড়ে নামিয়ে নিতে হবে।

  5. 5

    এবার একটা সারভিং ডিশে চিকেন রেখে তার পাশে সব সবজি দিয়ে সাজিয়ে পরিবেশন করুন, প্যান ফ্র্যায়েড রোস্টেড চিকেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sampa Banerjee
Sampa Banerjee @sam1971
Vaishali, Ghaziabad
I am a writer, a classical singer and a passionate chef..
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes