চিকেন কারি (Chicken curry recipe in bengali)

Jayeeta Deb
Jayeeta Deb @cook_15830285

#ebook06
#Week3
মুরগির এই পদটি একটু ঝোল কম করে বানাই , কারণ বেশি ঝোল ঝোল হলে, স্বাদে অতটা ভালো হয় না ।

চিকেন কারি (Chicken curry recipe in bengali)

#ebook06
#Week3
মুরগির এই পদটি একটু ঝোল কম করে বানাই , কারণ বেশি ঝোল ঝোল হলে, স্বাদে অতটা ভালো হয় না ।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40 মিনিট
4 জনের জন্য
  1. 800 গ্রামমুরগি একটু বড় টুকরো করা
  2. 2/3 কাপঘন দই
  3. 1টেবিল চামচ ধনের গুঁড়ো
  4. 1টেবিল চামচ রসুন গ্রেট করা / বাটা
  5. 1টেবিল চামচ আদা বাটা
  6. 2 টো বড় পেঁয়াজ গ্রেট করা / মিহি করে কুঁচিয়ে নেওয়া
  7. 1টেবিল চামচ লঙ্কা গুঁড়ো
  8. 1 চা চামচ হলুদ গুঁড়ো
  9. 5+5+2 টোএলাচ, লবঙ্গ, দারচিনি
  10. 1 চা চামচগরম মশলা গুঁড়ো
  11. 2টেবিল চামচ +2 টা কাঁচা লঙ্কা সহ ধনে ও পুদিনা পাতা বাটা
  12. 4-5 টুকরোআলু নুন দিয়ে অর্ধেক সেদ্ধ করে নেওয়া
  13. 1/2 কাপসর্ষের তেল
  14. 1/2 চা চামচচিনি
  15. স্বাদ মত নুন
  16. স্বাদ মত কাঁচালঙ্কা
  17. প্রয়োজন অনুযায়ীডিম সেদ্ধ (ঐচ্ছিক )

রান্নার নির্দেশ সমূহ

40 মিনিট
  1. 1

    মুরগির টুকরোগুলো ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি । এবার দই, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, রসুন ও আদা বাটা ও চিনি দিয়ে ভালো করে মেখে রেখেছি 1 ঘন্টা।

  2. 2

    কড়াই গরম করে তেল দিয়েছি গরম হলে আলু গুলো ভেজে নিয়েছি। এবার ওই তেলে গরম মশলা ফোরণ দিয়েছি, সুগন্ধ বেরোলে গ্রেট করা পেঁয়াজ দিয়েছি, সামান্য নুন দিয়েছি । 5 -7 মিনিট ঢাকা চাপা দিয়ে পেঁয়াজ কষিয়ে নিয়েছি

  3. 3

    এবার লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু নেড়েচেড়ে মাংস দিয়েছি। লো ফ্লেমে একটু ভালো করে নেড়েচেড়ে হাই ফ্লেমে মিনিট পাঁচেক কষিয়ে নিয়ে, ঢাকা চাপা দিয়েছি। এবার লো ফ্লেমে 15 মিনিট রান্না করেছি। এবার লঙ্কা, ধনে ও পুদিনাপাতা বাটা দিয়েছি ভালো করে মিশিয়ে আবারো ঢাকা দিয়েছি।

  4. 4

    মাংস থেকে প্রচুর জল বার হয়, ওতেই মাংস সেদ্ধ হয়ে যায়। এবার ভেজে রাখা আলু ও 2/3 কাপ গরম জল মাংস তে মিশিয়ে,ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখেছি আরো 3-4 মিনিট ।আলু আগেই প্রায় সেদ্ধ হয়ে যায়। এই সময় গরম মশলা গুঁড়ো ও কাঁচালঙ্কা দিয়ে দিয়েছি।

  5. 5

    তৈরি মুরগির গা মাখা ঝোল । ডিম সেদ্ধ দিলে, আলু র সাথেই দিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Jayeeta Deb
Jayeeta Deb @cook_15830285

মন্তব্যগুলি

Similar Recipes