আমের কুলফি

Moumita Saha
Moumita Saha @cook_16538678

#জয়গুরু আমাদের নিরামিষ রান্নাঘর

আমের কুলফি

#জয়গুরু আমাদের নিরামিষ রান্নাঘর

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৭থেকে ৮ ঘন্টা
৫ জনের জন্য
  1. ৫০০ মিলি লিটার দুধ
  2. ১/৪ কাপ গুঁড়ো দুধ
  3. ১ টা আমুল ফ্রেশ ক্রিম
  4. ১/৪ কাপ চিনি
  5. ১ কাপ পাকা আমের শাঁস
  6. ১/২ চা চামচ এলাচ গুঁড়ো
  7. ১ চা চামচ কর্নফ্লাওয়ার
  8. ১/২ কাপ আমের কুচি
  9. ১ পিস পাউরুটি সাদা অংশ
  10. ১ টেবিল চামচ পেস্তা কুচি

রান্নার নির্দেশ সমূহ

৭থেকে ৮ ঘন্টা
  1. 1

    প্রথমে দুধ জ্বাল দিয়ে নিতে হবে।দুধ ফুটতে শুরু করলে এর থেকে অল্প পরিমাণ দুধ নিয়ে তাতে কর্নফ্লাওয়ার আর পাউরুটি সাদা অংশ মিশিয়ে একটা মিশ্রণ তৈরী করে রাখতে হবে।

  2. 2

    এরপর দুধ যখন ফুটে ঘন হয়ে আসবে এর মধ্যে ওই মিশ্রণটা (দুধ পাউরুটি আর কর্নফ্লাওয়ার)দিয়ে দিতে হবে।

  3. 3

    এরপর এতে চিনি দিয়ে আরেকটু ফুঁটিয়ে নিতে হবে,দুধ ঘন হয়ে এলে এলাচ গুঁড়ো ছড়িয়ে গ্যাস বন্ধ করে দিতে হবে।

  4. 4

    এবার আমুল ফ্রেশ ক্রিম টা একটু ফেটিয়ে নিতে হবে।

  5. 5

    এরপর দুধ ঠান্ডা হলে এর মধ্যে আমের শাঁস আর আমুল ক্রিম টা মিশিয়ে দিতে হবে।

  6. 6

    এরপর এর মধ্যে পেস্তা কুচি ও আমের টুকরো দিয়ে দিতে হবে।

  7. 7

    এবার পুরো মিশ্রণটি যাতে জমে যায় তার জন্য একটি এয়ার টাইট কৌটো র মধ্যে রেখে কৌটো টি ৬ থেকে ৭ ঘন্টা ফ্রিজে রেখে দিতে হবে।

  8. 8

    তৈরি হয়ে গেল আমাদের আমের কুলফি এবার ফ্রিজ থেকে বের করে পরিবেশন করে দিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Moumita Saha
Moumita Saha @cook_16538678

Similar Recipes