এগলেস চকোলেট গনাস এণ্ড ম্যাঙ্গো গনাস উইপ চকোলেট কেক (eggless chocolate cake recipe in bengali)

Sukla Sil
Sukla Sil @Sukla4253

এবছর চকোলেট দিবসে আমি এই কেকটি বানিয়েছি।১৫৫০সালে ৭ই জুলাই ইউরোপে প্রথম চকোলেট দিবস পালিত হয়, তারপর বিশ্বের বিভিন্ন জায়গায় এটি পালিত হয়।চকোলেট শুধু স্বাদেই ভালো নয়, এটি স্বাস্থ্যের জন্যও উপকারী। চকোলেটে উপস্থিত ট্রিপটোফ্যান আমাদের খুশি রাখে। ট্রিপটোফান আমাদের মস্তিষ্কে এন্ডোরফিনের মাত্রাকে প্রভাবিত করে, যা আমাদের আনন্দিত করে। এটি ওজন কমাতে সাহায্য করে। তবে এটি অতিরিক্ত পরিমাণে খেলে, শরীরের ক্ষতি করে, তাই অল্প পরিমাণে খাওয়াই ভালো।

এগলেস চকোলেট গনাস এণ্ড ম্যাঙ্গো গনাস উইপ চকোলেট কেক (eggless chocolate cake recipe in bengali)

এবছর চকোলেট দিবসে আমি এই কেকটি বানিয়েছি।১৫৫০সালে ৭ই জুলাই ইউরোপে প্রথম চকোলেট দিবস পালিত হয়, তারপর বিশ্বের বিভিন্ন জায়গায় এটি পালিত হয়।চকোলেট শুধু স্বাদেই ভালো নয়, এটি স্বাস্থ্যের জন্যও উপকারী। চকোলেটে উপস্থিত ট্রিপটোফ্যান আমাদের খুশি রাখে। ট্রিপটোফান আমাদের মস্তিষ্কে এন্ডোরফিনের মাত্রাকে প্রভাবিত করে, যা আমাদের আনন্দিত করে। এটি ওজন কমাতে সাহায্য করে। তবে এটি অতিরিক্ত পরিমাণে খেলে, শরীরের ক্ষতি করে, তাই অল্প পরিমাণে খাওয়াই ভালো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২৫ মিনিট
১০ জন
  1. ১ কাপ ময়দা
  2. ১ টেবিল চামচ কোকো পাউডার
  3. ১ চা চামচ কফি পাউডার
  4. ১/২ কাপ দুধ
  5. ১/৪ কাপ সাদা তেল
  6. ১ টেবিল চামচ লেবুর রস
  7. ১০০ গ্ৰাম ডার্ক চকোলেট
  8. ১০০ গ্ৰাম ফ্রেশ ক্রিম
  9. ১ চা চামচ বেকিং পাউডার
  10. ১/২ চা চামচ বেকিং সোডা
  11. ১ চা চামচ ভ্যানিলা এসেন্স
  12. ৩ টেবিল চামচ দুধ
  13. ২ টি আমের পাল্প
  14. ১/২ কাপহুইপ ক্রিম
  15. ২ টেবিল চামচ মেল্টেড বাটার
  16. ২৫ গ্ৰাম আমুল গুঁড়ো দুধ
  17. ১ কাপ গুঁড়ো চিনি

রান্নার নির্দেশ সমূহ

২৫ মিনিট
  1. 1

    একটি বাটিতে ছাকনি নিয়ে, তারমধ্যে,১কাপ ময়দা,১টেবিল চামচ কোকো পাউডার,১চামচ কফি পাউডার,১চামচ বেকিং পাউডার, ১/২চামচ বেকিং সোডা নিয়ে ছেকে বা চেলে নিতে হবে।১/২কাপ নরমাল টেম্পারেচার এর দুধ ১টেবিল চামচ লেবুর রসের সাথে মিশিয়ে নিয়ে রাখতে হবে, এতে দুধ একটু ফেটে যাবে।এবার একটি বাটিতে, ১/৪কাপ সাদা তেল নিয়ে,১চামচ ভ্যানিলা এসেন্স,২টেবিল চামচ দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে, এরমধ্যে ১ কাপ গুঁড়ো চিনি অল্প অল্প করে মিশিয়ে, একটি ব্যাটার তৈরি করে নিতে হবে।

  2. 2

    এবার এই ব্যাটারের মধ্যে, চেলে রাখা সমস্ত উপকরণ অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে, এবার এরমধ্যে লেবুর রস দিয়ে কাটানো ১/২ কাপ দুধ মিশিয়ে, হ্যাণ্ড হুইস্কারের সাহায্যে একই ডিরেকশনে ঘুরিয়ে স্মুথ ব্যাটার বানিয়ে নিতে হবে।এবার এরমধ্যে ১টেবিল চামচ দুধ দিয়ে, আবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে।

  3. 3

    এবার মাইক্রোওভেন ১০ মিনিটের জন্য প্রিহিট করে নিতে হবে, একটি কেকটিনে সাদা তেল ব্রাস করে, তারমধ্যে বাটার পেপার পেতে নিতে হবে। এবার এরমধ্যে কেকের ব্যাটার ঢেলে ১৮০ডিগ্ৰিতে কনভেক্সন মোডে ২৫মিনিটের জন্য বেক করে নিতে হবে,২৫ মিনিট পর চেক করে নামিয়ে নিতে হবে। এবার এটি ঠাণ্ডা করতে দিতে হবে।

  4. 4

    এবার একটি বাটিতে ১০০গ্ৰাম ডার্ক চকোলেট ক্রাস করে নিয়ে, ৪০সেকেণ্ডের জন্য মাইক্রোওভেনে দিয়ে মেল্ড করে নিতে হবে। নরমাল টেম্পারেচার হলে, এরমধ্যে ৫০ এম এল ফ্রেস ক্রিম দিয়ে খুব ভালো করে মিক্স করে নিতে হবে।এভাবে আমি কেকের মধ্যে ব্যবহার করার জন্য চকোলেট গনাস তৈরি করে নিলাম।

  5. 5

    এবার আমি ম্যাঙ্গো গনাস তৈরি করার জন্য একটি বাটিতে প্রায় ১০০গ্ৰাম আমের পাল্প,প্রায় ৫০গ্ৰামের মতো ফ্রেস ক্রিম, প্রায় ২৫গ্ৰাম আমূল গুঁড়ো দুধ,২টেবিল চামচ মেল্টেড বাটার নিয়ে, খুব ভালো করে মিশিয়ে, ম্যাঙ্গো গনাস তৈরি করে নিয়েছি।

  6. 6

    এবার ১/২কাপ উইপ ক্রিম, ইলেকট্রিক বিটারের সাহায্যে বিট করে নিয়েছি, যতক্ষণ না এটি ফ্লাফি হয়ে ১ কাপে পরিনত হয়েছে।

  7. 7

    কেক পুরোপুরি ঠাণ্ডা হলে, আনমোল্ড করে,মাঝখান থেকে কেটে সমান দুটি ভাগে ভাগ করে নিতে হবে।এবার দুটি কেকের অংশ নিয়ে, তাতে চতুর্দিকে প্রায় ৩ চামচ মতো জল স্প্রে করে নিতে হবে।

  8. 8

    এবার ১টি বাটিতে ৫টেবিল চামচ উইপ ক্রিম ও ৫ টেবিল চামচ চকোলেট গনাস মিশিয়ে নিয়েছি। এবার কেকের একটি হাফ নিয়ে, তার মধ্যে এই মিশ্রণ দিয়ে পুরোটা কভার করে নিয়েছি। এবার এর উপর সাদা উইপ ক্রিম দিয়ে খুব ভালো করে পুরো কেকটি কভার করে নিয়েছি। এবার এর উপর ম্যাঙ্গো গনাস দিয়ে, পুরো উপর পোরসান কভার করে নিয়েছি।

  9. 9

    এবার এর উপর বাকি অর্ধেক কেক স্পঞ্জ ঢাকা দিয়ে দিতে হবে। এবার একেবারে উপর পোরসানে, একদিকে চকোলেট গনাস, অপর দিকে ম্যাঙ্গো গনাস এবং মাঝখানে, আমের পাল্প দিয়ে কভার করে নিয়েছি।এবার একটি পাইপিং ব্যাগে,চকোলেট গনাস ভরে, সম্পূর্ণ কেকে নিজের পছন্দ মতো ডিজাইন করে নিয়েছি। এবার আমার তৈরি "এগলেস চকোলেট গনাস এণ্ড ম্যাঙ্গো গনাস উইপ চকোলেট কেক" রেডি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sukla Sil
Sukla Sil @Sukla4253
https://youtube.com/channel/UCq9b2E6vs38zzAsUlvFT7_Q
আরও পড়ুন

Similar Recipes