নিরামিষ ছোলার ডাল

Nabanita Banerjee Bose
Nabanita Banerjee Bose @cook_16215020
কলকাতা

#জয়গুরু আমাদের নিরামিষ রান্নাঘর

নিরামিষ ছোলার ডাল

#জয়গুরু আমাদের নিরামিষ রান্নাঘর

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৪৫ মিনিট
২-৩ জনের জন্য
  1. ২00গ্রাম ছোলার ডাল।
  2. ১টা তেজ পাতা
  3. ১ টা দারচিনি
  4. ২-১ টিলবঙ্গ
  5. ২-১টিএলাচ
  6. ৩-৪টা গোটা গোলমরিচ (গুঁড়ো করে নিতে হবে) (নাও দেওয়া যায়)
  7. ১চা চামচ গোটা জিরা
  8. ১চা চামচ হলুদ গুঁড়ো
  9. ১চা চামচ জিরা গুঁড়ো
  10. ১চা চামচ লাল লঙ্কা গুঁড়ো (নাও দেওয়া যায়)
  11. 2 টি শুকনো লঙ্কা ফোড়ন এর জন্য
  12. ৩ টেআস্ত সামান্য চেরা কাঁচা লঙ্কা
  13. পরিমান মতননুন
  14. ২ চা চামচ চিনি
  15. পরিমাণ মতজল
  16. ১ চা চামচ ঘি
  17. ১০-১২ টা কিসমিস

রান্নার নির্দেশ সমূহ

৪৫ মিনিট
  1. 1

    প্রথমে ছোলার ডাল ১-২ ঘন্টা ভিজিয়ে রাখা হয়েছে।

  2. 2

    প্রথমে ছোলার ডাল টা প্রেসার কুকারে হলুদ ও জল দিয়ে সেদ্ধ করে নিয়েছি ২-৩ টে সিটি দিয়ে।

  3. 3

    এবার কড়াইতে তেল দিয়ে গরম মশালা গুঁড়ো,তেজ পাতা,শুকনো লঙ্কা ও জিরা ফোড়ন,আদা বাটা দিয়েছি।সাথে এক চিমটে হিং দিলাম।

  4. 4

    এবার ওই মশালা গুলো কড়াই থেকে প্রেসার কুকারে সেদ্ধ ডালের মধ্যে ঢেলে দিয়েছি।সাথে জিরা গুঁড়ো ও লাল লঙ্কা গুঁড়ো দিলাম।

  5. 5

    স্বাদ মত চিনি ও নুন দিলাম।

  6. 6

    তারপর কাঁচা লঙ্কা গুলো দিয়েছি।

  7. 7

    ভালো করে নাড়তে হবে।যাতে তলায় লেগে না যায়।এবার ডাল একটু ঘন হয়ে এলে এক চামচ ঘি আর কয়েকটা কিসমিস দিয়ে নাড়িয়ে নিয়ে নামিয়ে নিয়েছি।

  8. 8

    এবার একটি বাটিতে নিয়ে ওপরে ৫-৬টা কিসমিস ছড়িয়ে পরিবেশন করার জন্য নিরামিষ ছোলার ডাল তৈরি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nabanita Banerjee Bose
Nabanita Banerjee Bose @cook_16215020
কলকাতা
EATING IS A HABIT BUT COOKING IS AN ART..https://www.facebook.com/groups/408567486606115/?ref=sharejoin with us..
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes