ফিশ বিরিয়ানি (fish biriyani recipe in Bengali)

Saheli Mudi
Saheli Mudi @saheli_17944285
udaynarayapur howrah

#মাছের রেসিপি
#ebook2
#জামাইষষ্ঠী রেসিপি

বিরিয়ানি সবাই বানান। এইভাবে হয়তো কেউ বানান নি।অবশ্যই ট্রাই করুন বড় কাতলা মাছ দিয়ে।

ফিশ বিরিয়ানি (fish biriyani recipe in Bengali)

#মাছের রেসিপি
#ebook2
#জামাইষষ্ঠী রেসিপি

বিরিয়ানি সবাই বানান। এইভাবে হয়তো কেউ বানান নি।অবশ্যই ট্রাই করুন বড় কাতলা মাছ দিয়ে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১ ঘন্টা
৪ জন
  1. ১ কাপ বাসমতী চাল
  2. ৫ টুকরো পিস মাছের দাগা (বড় কাতলা)
  3. ৩ টি পেঁয়াজ
  4. 1/2 চা চামচমেথি
  5. ১" আদা
  6. ৩-৪ কোয়া রসুন
  7. ১৫টি কারিপাতা
  8. ১ চিমটি কালোজিরে
  9. ৩টি কাঁচালংকা
  10. ২ টেবিল চামচ সর্ষের তেল
  11. ১ টেবিল চামচ ঘি
  12. প্রয়োজনমত গোটা গরম মশলা
  13. ১ চা চামচ বিরিয়ানি মশলা
  14. ১-২ ফোঁটা মিঠা আতর
  15. ১ চিমটি কেশর/ফুড কালার
  16. ২ টেবিল চামচ দুধ
  17. স্বাদমত নুন ও চিনি

রান্নার নির্দেশ সমূহ

১ ঘন্টা
  1. 1

    চাল জল দিয়ে ভিজিয়ে রাখুন।

  2. 2

    মাছ নুন ও হলুদ মাখিয়ে ভেজে তুলে রাখুন।

  3. 3

    পেঁয়াজ কুচি কিছুটা বেরেস্তা করে ভেজে তুলে নিন।

  4. 4

    এবার প্যানে অল্প তেল দিয়ে ১০ কারিপাতা,রসুন,মেথি, কালোজিরে,কাঁচালংকা,আদা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে। পেস্ট করে নিন।

  5. 5

    ভেজানো বাসমতী চাল গোটা গরম মশলা দিয়ে সেদ্ধ করে, ঝরঝরে ভাত বানিয়ে নিন।

  6. 6

    এবার সর্ষের তেল গরম করে পেঁয়াজ কুচি,কারিপাতা দিয়ে নাড়াচাড়া করে। পেস্ট করা মশলা দিয়ে কষুন।

  7. 7

    এবার সামান্য নুন, চিনি পরিমান মত জল ও ভেজে রাখা মাছ দিয়ে ফুটতে দিন।

  8. 8

    গা মাখা শুকনো হলে নামিয়ে নিন।

  9. 9

    দুধে কেশর ভিজিয়ে রাখুন।

  10. 10

    এবার ১টা বড় পাত্রে প্রথমে ঘি মাখিয়ে প্রথমে ভাত তারপর মাছ ভাত, বিরিয়ানি মশলা ছড়িয়ে লেয়ার করে সাজান।

  11. 11

    এবার উপরে দুধ ভেজানো কেশর,মিঠা আতর,বিরিয়ানি মশলা, বেরেস্তা, ঘি ছড়িয়ে দিন।

  12. 12

    ভালভাবে ঢাকা দিয়ে ১৫ মিনিট কম আঁচে দমে রাখুন।

  13. 13

    গরম গরম পরিবেশন করুন ফিস বিরিয়ানি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Saheli Mudi
Saheli Mudi @saheli_17944285
udaynarayapur howrah
রান্না করতে ভাঌল লাগেনতুন কত কিছু,জোগাড়ের আয়োজনপড়ে না যেন পিছু।রান্না একটি শখের জিনিসমন দিলেই হয়,তেল, ঝাল, মশলাঠিক তাতে রয় ॥
আরও পড়ুন

Similar Recipes