#মটন্ বিরিয়ানি(Mutton Biryani recipe in Bengali)

Mili DasMal
Mili DasMal @cook_24613507
Bilaspur(C.G)

#ebook2
#দূর্গা পূজা
#পূজা/2020

বাঙালির প্রীয় উৎসব দূর্গা পূজা। আর এখন বাড়ির বাইরে খাওয়া টা যেমন রিস্কি ঠিকই তেমন পরিবারের সঙ্গে একসঙ্গে সময় কাটানোর অনুভূতি অন‍্যরকম। তাই সকলের জন‍্য কুকিং করেছিলাম মটন্ বিরিয়ানি।

#মটন্ বিরিয়ানি(Mutton Biryani recipe in Bengali)

#ebook2
#দূর্গা পূজা
#পূজা/2020

বাঙালির প্রীয় উৎসব দূর্গা পূজা। আর এখন বাড়ির বাইরে খাওয়া টা যেমন রিস্কি ঠিকই তেমন পরিবারের সঙ্গে একসঙ্গে সময় কাটানোর অনুভূতি অন‍্যরকম। তাই সকলের জন‍্য কুকিং করেছিলাম মটন্ বিরিয়ানি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

2ঘন্টা
6জন।
  1. 500 গ্রামমটন
  2. 1 চা চামচবিরিয়ানি মশলা
  3. স্বাদমতো নুন
  4. 1 চা চামচকাশ্মীরি লঙ্কা গুঁড়ো
  5. 1/2 কাপফেঁটানো টক দই/ ভিনিগার
  6. 1/2 চা চামচকেওড়া জল
  7. 2 চামচআদা-রসুন বাটা
  8. 1 টি মাঝারি পেঁয়াজ বাটা
  9. পরিমাণমতো রিফাইন্ড অয়েল
  10. 4 টিডুমো করে কাটা আলু
  11. 1 কাপপেঁয়াজ কুচি
  12. 600 গ্রামবাসমতী চাল
  13. 3 টিসেদ্ধ ডিম
  14. 2 টিএলাচ
  15. 3 টিলবঙ্গ
  16. 5 টিগোলমরিচ
  17. 1 টিদারচিনি
  18. 2 টিতেজপাতা
  19. 1/2 কাপঘি
  20. 1/2 কাপদুধ
  21. 1/2 চা চামচগোলাপ জল
  22. 1/2 চা চামচকেওড়া জল
  23. 1 চিমটি কেশর ফুড কালার

রান্নার নির্দেশ সমূহ

2ঘন্টা
  1. 1

    প্রথমে একটি মিক্সিং বোওল নেব, ও আগে থেকে ধুয়ে রাখা মটন্ নিয়ে নেব ও এক এক করে সমস্ত উপকরণ(টক দই,নুন,কাশ্মীরি রেড চিলি পাউডার, বিরিয়ানি মশলা,কেওড়া জল, আদা-রসুন,পেঁয়াজ পেস্ট) মিক্সড্ করে দিয়ে ঢাকনা দিয়ে ওভার নাইট্ ফ্রিজ এ ম‍্যারিনেট করার জন‍্য রেখে দেব।

  2. 2

    নেক্সট্ ডে- ডুমো করে কেটে রাখা আলু গুলো হলুদ মাখিয়ে নিয়ে ফ্রাই করে নেব।

  3. 3

    এরপর 30মিনিট এর জন‍্য বাসমতি রাইস্ শোক্ করতে দেব।

  4. 4

    এবার আলু ফ্রাই এর তেল এ কুচি করা পেঁয়াজ ব্রাউন করে প‍্রথমে ফ্রাই করে নিয়ে ম‍্যারিনেট করা মটন্ কষে নেব।

  5. 5

    মটন্ কষা হয়ে গেলে প্রেসার কুকারে 4টি সিটি দিয়ে নেব যাতে মটন্ টা কাঁচা না থাকে।

  6. 6

    এরপর শোক্ করা রাইস ধুয়ে নিয়ে হাঁড়িতে দেব তারসাথে এলাচ, লবঙ্গ, দ্বারুচিনি,তেজপাতা দিয়ে ফুটতে দেব।

  7. 7

    খেঁয়াল রাখতে হবে রাইস যেন গলে না যায়।

  8. 8

    রাইস হয়ে গেলে ফ‍্যান্ ঝড়িয়ে ঝড়ঝড়ে করে নেব।

  9. 9

    এরপর বড় একটি পাএে ঢেলে নেব ও উপর থেকে ঘি ছড়িয়ে দেব।

  10. 10

    এরপর একটি বোওল এ দুধ, কেওড়া জল, গোলাপ জল, 1পিন্চ কেশর ফুড কালার মিক্সড্ করে নেব।

  11. 11

    এরপর হাঁড়িতে প্রথমে ঘি দিয়ে দেব।

  12. 12

    এরপর রাইস্ -মটন, রাইস্- আলু, রাইস্-ডিম,রাইস্- গ্রেভি র লেয়ার করতে দেব।

  13. 13

    সর্ব উপরে ফুড কালার ছড়িয়ে, বিরিয়ানি মশলা দিয়ে আটার লেয়ার দিয়ে হাঁড়ির মুখ বন্ধ করে দেব।

  14. 14

    15মিনিট লো ফ্লেইম এ রেখে মিক্সড্ করে নাবিয়ে নেব।

  15. 15

    এবার গরম গরম মটন্ বিরিয়ানি সার্ভ করবো রায়তা ও চিকেন দিয়ে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mili DasMal
Mili DasMal @cook_24613507
Bilaspur(C.G)
Love Cooking 😍❤
আরও পড়ুন

মন্তব্যগুলি (6)

Sonali Banerjee
Sonali Banerjee @cook_17567384
দারুণ হয়েছে
আমার টা ভালো লাগলে Comment কোরো

Similar Recipes