ম্যাংগো ডাল মাখানি

মধুমিতা সরকার মিশ্র
মধুমিতা সরকার মিশ্র @cook_16359417

ম্যাংগো ডাল মাখানি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 100 গ্রামছোলা ও অড়হড় ডাল
  2. 1বাটি আম কুচি
  3. 2 টেবিল চামচ পেঁয়াজ কুচি
  4. 1 টেবিল চামচ আদা কুচি
  5. 1 টেবিল চামচ রসুন কুচি
  6. 5/7টি কারি পাতা
  7. 1 চা চামচ কালো সরষে
  8. 1 চা চামচগোটা জিরে
  9. 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো
  10. 1টেবিল চামচকলাইয়ের ডাল
  11. 1 টেবিল চামচ ছোলার ডাল
  12. 1 চা চামচহলুদ
  13. স্বাদ অনুযায়ীনুন
  14. স্বাদ অনুযায়ীচিনির
  15. 3/4টি শুকনো লঙ্কা
  16. 3টেবিল চামচ সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রেসার কুকারে দু রকমের ডাল একসাথে সেদ্ধ করে রাখুন।এরপর কড়াইয়ে টু টেবিল চামচ সাদা তেল দিয়ে ওর মধ্যে কালো সর্ষে,জিরে, কলাই ডাল, ছোলার ডাল, কারি পাতা,শুকনো লঙ্কা ফোঁড়ন দিয়ে পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি ও আমের কুচি মিশিয়ে ভালো করে ভাজতে থাকুন। একটু নরম হয়ে আসলে ওর মধ্যে ডাল সেদ্ধ টা মিশিয়ে দিন।

  2. 2

    নুন হলুদ যোগ করে কিছুক্ষণ ফোটাতে থাকুন যখন একটু মাখা মাখা হয়ে আসবে তখন নামিয়ে ফেলুন ম্যাংগো ডাল মাখানি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
মধুমিতা সরকার মিশ্র

Similar Recipes