নিরামিষ তড়কা ডাল

Sharmila Dalal
Sharmila Dalal @cook_15520232

#পঞ্চ ব্যাঞ্জন

নিরামিষ তড়কা ডাল

#পঞ্চ ব্যাঞ্জন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

তিরিশ মিনিট
চারজন
  1. 1 কাপগোটা মুগ
  2. স্বাদমতো নুন
  3. 2চা চামচ হলুদ গুঁড়ো
  4. 2 চা-চামচ লঙ্কা গুঁড়ো
  5. 2 চা-চামচ আদা বাটা
  6. 2 চা-চামচ রসুন বাটা
  7. 1 টি টমেটো কুচি করা
  8. 1 টি পেঁয়াজ কুচি করা
  9. 1 টি তেজপাতা
  10. 2 চা চামচ গরম মশলার গুঁড়ো
  11. 2 টেবিল চামচ তেল

রান্নার নির্দেশ সমূহ

তিরিশ মিনিট
  1. 1

    ডাল ভেজে নুন, হলুদ ও পরিমাণমতো জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে।

  2. 2

    কড়াইতে তেল দিয়ে তেজপাতা ও পেঁয়াজ কুচি ভাজতে হবে

  3. 3

    লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়া, আদা বাটা, রসুন বাটা ও টমেটো কুচি দিয়ে কষাতে হবে।

  4. 4

    ভালো করে কষানো হয়ে গেলে ডাল ঢেলে দিতে হবে।

  5. 5

    মাখা মাখা মত হলে গরম মশলার গুঁড়ো মিশিয়ে নামিয়ে নিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sharmila Dalal
Sharmila Dalal @cook_15520232

মন্তব্যগুলি

Similar Recipes