রান্নার নির্দেশ সমূহ
- 1
একটা পাত্রে জল ফুটতে দেবো, জল ফুটলে টমেটো গুলো দিয়ে 7 মিনিট ফোটাতে হবে,যাতে সেদ্ধ হয়ে যায়।
- 2
একটা প্যান এ তেল গরম করে গোটা জিরে ফোড়ন দিয়ে রসুন কোয়া,পেঁয়াজ কুঁচি একটু ভেঁজে নিতে হবে,তারপর সেদ্ধ করা টমেটো চটকে ওই প্যান এ দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে
- 3
মিক্সি তে ওই প্যান এর সব টা ঢেলে একটা মিশ্রণ বানাতে হবে।
- 4
অন্য একটা প্যান এ মাখন গরম করে ওই মিশ্রণ তা ঢেলে স্বাদ মতো নুন আর গোল মরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নামাতে হবে।
- 5
এটি পরিবেশন করার সময় যেন একদম গরম থাকে।
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-bn/recipes/8691579
মন্তব্যগুলি