টমেটোর চাটনি

কথিকা বসু
কথিকা বসু @cook_17067290
কলকাতা

#ফোড়ন_বাঙালি-রান্নাঘর
আমার প্রিয় রেসিপি

টমেটোর চাটনি

#ফোড়ন_বাঙালি-রান্নাঘর
আমার প্রিয় রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩৫ মিনিট
৪ জনের জন্য
  1. ৩০০ গ্রাম লাল টমেটো
  2. ১০০ গ্রাম চিনি
  3. ২০ গ্রাম কাজু
  4. ২০ গ্রাম কিসমিস
  5. ৫০ গ্রাম আমসত্ত্ব
  6. ১ চা চামচ পাঁচফোড়ন
  7. ২ টি শুকনো লঙ্কা
  8. ২ টি তেজপাতা
  9. সামান্য নুন
  10. সামান্য হলুদ গুঁড়ো
  11. ১ চা চামচ তেল

রান্নার নির্দেশ সমূহ

৩৫ মিনিট
  1. 1

    টমেটো ভালো করে ধুয়ে টুকরো করে কেটে নিতে হবে।

  2. 2

    এরপর কড়াইতে তেল দিতে হবে। তেল গরম হলে ওতে তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিতে হবে।

  3. 3

    মশলা ফোড়নের গন্ধ বেরোলে এরপর ওতে পাঁচফোড়ন দিয়ে দিতে আরো ১ মিনিট ভেজে নিতে হবে।

  4. 4

    পাঁচফোড়ন ভাজার গন্ধ বেরোলে এরপর ওতে টমেটোর টুকরোগুলো দিয়ে দিতে হবে এবং আরো ২ মিনিট ভেজে নিতে হবে।

  5. 5

    টমেটোর টুকরোগুলো ভাজা​ হয়ে গেলে ওতে নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে আরো ৩০ সেকেন্ড ভেজে নিতে হবে।

  6. 6

    এরপর কড়াই চাপা দিয়ে দিতে হবে যাতে টমেটোর টুকরোগুলো থেকে জল বেরিয়ে টমেটোর টুকরোগুলো সিদ্ধ হয়ে যায়।

  7. 7

    এরপর ঢাকা খুলে সেদ্ধ টমেটোর মিশ্রনে চিনি, কাজু কিসমিস ও আমসত্ত্ব মিশিয়ে নিতে হবে এবং আরো ১০ মিনিট ফুটিয়ে নিতে হবে।

  8. 8

    তৈরি টমেটোর চাটনি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
কথিকা বসু
কলকাতা
আমি আমার মতো
আরও পড়ুন

মন্তব্যগুলি

Similar Recipes