হাইওয়ে কড়াই চিকেন

মধুমিতা সরকার মিশ্র
মধুমিতা সরকার মিশ্র @cook_16359417

#খেতে ভালোবাসি

হাইওয়ে কড়াই চিকেন

#খেতে ভালোবাসি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1 কেজি চিকেন এক টুকরো
  2. 3 টেবিল চামচ হাইওয়ে স্পেশাল মসলা
  3. ১ চা চামচ এখানে গোটা জিরে গোটা ধনে রোস্ট করে গুঁড়ো করে চাট মসলা ও কাসুরি মেথি, গরম মসলা সাথে মিশিয়ে মসলা তৈরি করতে হবে।
  4. 1 কাপধনেপাতা কুচি
  5. 1 টি লেবুর রস
  6. 2 টেবিল চামচ আদা ও রসুনবাটা
  7. 1 টেবিল চামচ আদা কুচি
  8. 2 টি মাঝারি সাইজের টমেটো কুচি
  9. 6 টি কাঁচা লঙ্কা
  10. স্বাদমতোনুন
  11. 2 কাপসাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে চিকেনের পিস গুলো ভালো করে ধুয়ে রেখে দাও।

  2. 2

    এরপর কড়াইয়ে তেল গরম করে চিকেন পিস গুলো নুন মাখিয়ে এপিট ওপিট ভাল করে ভেজে তুলে রাখুন।

  3. 3

    ওই তেলে লঙ্কা গুলি ভেজে তুলে রাখুন।

  4. 4

    এরপর কড়াই এর তেলে আদা রসুন বাটা টমেটো কুচি দিয়ে খুব ভালো করে নেড়ে চিকেন গুলো মিশিয়ে দিন।

  5. 5

    কিছুক্ষণ ঢাকা রেখে উপর থেকে হাইওয়ে স্পেশাল মসলা লঙ্কা নুন ধনেপাতা কুচি আদা কুচি লেবুর রস মিশিয়ে ভাল করে নাড়িয়ে ঢাকা দিয়ে রাখুন।

  6. 6

    কিছুক্ষণ পর ঢাকনা খুলে গরম গরম পরিবেশন করুন হাইওয়ে কড়াই চিকেন।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
মধুমিতা সরকার মিশ্র

মন্তব্যগুলি

Similar Recipes