এগ লাবাবদার (egg lababdar recipe in bengali) 

Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

#আহারের
এটি খেতে ভীষণ টেস্টি । রুটি পরোটা ও যে কোন রাইসের সাথে এটি খেতে অসাধারণ লাগে।

এগ লাবাবদার (egg lababdar recipe in bengali) 

#আহারের
এটি খেতে ভীষণ টেস্টি । রুটি পরোটা ও যে কোন রাইসের সাথে এটি খেতে অসাধারণ লাগে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০ মিনিট
২-৩ জন
  1. ৫ টা ডিম (সেদ্ধ)
  2. ২ টো মাঝারি সাইজের পেঁয়াজ (কুচানো)
  3. ১০ কোয়া রসুন সেদ্ধ
  4. ২ টো টমাটো (সেদ্ধ)
  5. ১০ পিস গোটা কাজু (সেদ্ধ)
  6. ১ ইঞ্চি আদা (সেদ্ধ)
  7. ২ চা চামচ ধনেপাতা (কুচি)
  8. ২টো তেজপাতা
  9. ৪ টে করে এলাচ, লবঙ্গ
  10. ১ চা চামচ কাশ্মীরি লঙ্কাগুঁড়ো
  11. ১ চা চামচ রেড চিলি পাউডার
  12. ১ চামচ ধনে গুঁড়ো
  13. ১ চা চামচজিরেগুঁড়ো
  14. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  15. ১ চা চামচ কাসুরি মেথি
  16. ২ চা চামচ ফ্রেশ ক্রিম
  17. ৩ চা চামচ সাদা তেল
  18. স্বাদমতোলবণ ও চিনি

রান্নার নির্দেশ সমূহ

৩০ মিনিট
  1. 1

    ডিম গুলিকে সেদ্ধ করে ১টা ডিম কে গোটা রেখে বাকি ৪ কে ডিম সুতো দিয়ে মাঝখান দিয়ে ২ টুকরো করতে হবে।

  2. 2

    টমাটো, রসুন, আদা, এলাচ,লবঙ্গ আর কাজু সেদ্ধ করে জল বাদ দিয়ে পেস্ট করে নিতে হবে।

  3. 3

    কড়াইতে ৩ চামচ সাদা তেল দিয়ে গরম হয়ে এলে তেজপাতা ও পেঁয়াজ কুচি দিয়ে ৩ মিনিট মিডিয়াম আচে ব্রাউন করে ভেজে নিতে হবে।

  4. 4

    এরপর ব্লেন্ড করা পেস্ট দিয়ে ৩ মিনিট মিডিয়াম আচে কষিয়ে নিতে হবে।

  5. 5

    এবার ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো,হলুদ গুঁড়ো,রেড চিলি পাউডার ও স্বাদমতো লবণ দিয়ে আরো ৩ মিনিট কষিয়ে ২'কাপ জল দিয়ে ৫ মিনিট মিডিয়াম আচে ঢাকা দিয়ে ফুটতে দিতে হবে

  6. 6

    ৫ মিনিট পর সেদ্ধ ডিম গুলি ওর মধ্যে দিয়ে ধনেপাতা কুচি, সামান্য চিনি ও রোস্টেড কাসুরি মেথি হাতে গুড়িয়ে ওপর দিয়ে ছড়িয়ে ৮-১০ মিনিট মিডিয়াম আচে ঢাকা দিয়ে রাখতে হবে।

  7. 7

    এরপর ঢাকা খুলে সার্ভিং বাটিতে ঢেলে ওপরে সামান্য ধনে পাতা কুচি, ফ্রেশ ক্রিম ও ১ টা সিদ্ধ ডিম গ্রেড করে দিলেই রেডি এগ লাবাবদার।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার

কুকস্ন্যাপগুলি

আপনি কি এই রেসিপিটি রেঁধেছেন ? আপনার সৃষ্টির একটি ছবি শেয়ার করুন!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Manashi Saha
Manashi Saha @cook_manashi27552560

Similar Recipes