চিকেন চাপ(chicken chaap recipe in Bengali)

Kaveri Sarkar
Kaveri Sarkar @cook_15520333

#ইবুক রেসিপি

চিকেন চাপ(chicken chaap recipe in Bengali)

#ইবুক রেসিপি

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 1 কেজিচিকেন বড় বড় টুকরো করে কাটা
  2. 3টে বড় মাপের +1"+10-12টা+8 টা পেঁয়াজ, আদা, রসুন কোয়া, কাঁচা লঙ্কা এক সাথে বেটে পেষ্ট করে নিতে হবে।
  3. 10-12টা +2 টেবিল চামচ+1 টেবিল চামচ +1কাপ কাজু, চারমগজ, একপোস্ত, দই এক সাথে বেটে নিতে হবে।
  4. 1চা চামচকাশ্মীরি লঙ্কার গুড়ো
  5. 1 চা চামচহলুদ এক
  6. 3টেবিল চামচছোলার ছাতু
  7. 1/2 কাপ দুধে কেশর রং হাফ চা চামচ ভেজানো(কেশর ফুল হলে চলবে)
  8. 1টেবিল চামচ কেওড়া জল, এক টেবিল চামচ গোলাপ জল, দুই তিন ফোঁটা মিঠা আতর।
  9. 1 কাপসাদা তেল
  10. 1/2 কাপ ডালডা বা ঘি
  11. স্বাদ মতনুন ও চিনি

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে চিকেন ভালো করে ধুয়ে, খুব ভালো করে জল ঝরিয়ে নিতে হবে। এবার একটি বড় পাত্রে আদা,পেঁয়াজ রসুনের পেষ্ট ও কাজু,মগজ,পোস্তর পেষ্ট, হলুদ, লাল লঙ্কারগুড়ো স্বাদ মত নুন চিনি আর দেড় টেবিল চামচ চাপ মশলা ও দুই টেবিল চামচ ঘি ও ছাতু দিয়ে ভালো করে সমস্ত মশলা মেখে এর মধ্যে চিকেন দিয়ে আবারো খুব ভালো করে মেখে নিতে হবে চিকেনটা। তারপর ওভার নাইট বা কম করেও চার ঘন্টা ম্যারিনেট করে ফ্রিজে রাখতে হবে।

  2. 2

    এবার ঘন্টা চারকে পর। একটি চওড়া কড়াইয়ে সাদা তেল টা দিয়ে গরম করে চিকেনের পিস গুলো মশলা থেকে তুলে হাল্কা করে ভেজে নিতে হবে। এবার তেলে ঘি টা দিয়ে চাপের মেখের মশলা টা দিতে হবে একটু নেড়ে চিকেন গুলো দিয়ে গ্যাস একদম কমিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট রান্না করে ঢাকা খুলে একটু নেড়েচেড় দিয়ে আবার দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। এই ভাবে পাঁচ, দশ মিনিট অন্তর ঢাকা খুলে নেড়ে নেড়ে রান্না করতে হবে।

  3. 3

    যখন প্রায় চিকেন সেদ্ধ হয়ে আসবে তখন এতে দুধে ভেজানো কেশর টা বা কেশর রং টা দিয়ে দিতে হবে এবং কেওড়া, গোলাপ জল ও মিঠা আতর দিয়ে, । তারপর আবারো দশ মিনিট ঢেকে রান্না করে নিতে হবে। এই ভাবে মোটামুটি চল্লিশ মিনিট ধরে খুব কম আঁচে চিকেন চাপ রান্না করে নিতে হবে ।

  4. 4

    প্রয়োজন পরলে হাফ কাপ গরম জল দেওয়া যেতে পারে। তবে চাপে কিন্তু ঘন গ্রেভি হয়। আর তেল বা ঘি একটু বেশিই লাগে। এবার চল্লিশ মিনিট পর যখন চিকেন নরম হয়ে যাবে ও চাপ থেকে তেল খুব ভালো ভাবে ছেড়ে আসবে, তখন রেডি চিকেন চাপ পরিবেশনের জন্য। চিকেন চাপ বিরিয়ানি বা লাচ্ছা পরোটার সাথে খুব ভালো লাগে খেতে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Kaveri Sarkar
Kaveri Sarkar @cook_15520333

মন্তব্যগুলি

Similar Recipes