রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

40মিনিট
ছ জন
  1. 2 টো করলা ছোটো সাইজের
  2. 2 টো বেগুন ছোটো সাইজের
  3. 2 টো কাঁচকলা
  4. 4 টি সজনে ডাটা
  5. 8 টুকরোপেপে লম্বা লম্বা করে কাটা
  6. 1টা মাঝারি সাইজের আলু
  7. 6পিস শিম
  8. 2 টি মাঝারি সাইজের রাঙা আলু
  9. 10 টা বড়ি
  10. 1টেবিল চামচ আদা বাটা
  11. 3 টেবিল চামচ নারকেল কোরা
  12. 100 গ্রামদূধ
  13. 1/2 টেবিল চামচ ময়দা
  14. 1 টেবিল চামচ ঘি
  15. 2টেবিল চামচ সর্ষে বাটা
  16. 4 টে তেজপাতা
  17. 1/2 চা চামচ রাঁধুনি
  18. 1/2চা চামচ পাঁচফোড়ন
  19. 1চা চামচ চিনি
  20. 100 মিলিলিটারসাদা তেল
  21. পরিমান মত জল
  22. স্বাদ মতো নুন

রান্নার নির্দেশ সমূহ

40মিনিট
  1. 1

    করলা,বেগুন,আলু,রাঙাআলু,কাঁচকলা লম্বা লম্বা করে কেটে নিতে হবে

  2. 2

    সজনে ডাটা র আঁশ ছাড়িয়ে লম্বা করে কেটে নিতে হবে

  3. 3

    রাঁধুনি গুঁড়ো করে নিতে হবে

  4. 4

    শিম গুলো আরাআরি ভাবে দু টুকরো করে কেটে নিতে হবে

  5. 5

    দূধ এর মধ্যে ময়দা টা মিশিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে

  6. 6

    সজ্নেডাটা,আলু,রাঙাআলু, পেঁপে,শিম ভালো করে ধুয়ে অল্প নুন দিয়ে মাঝারি আঁচে 15মিনিট ধরে সেদ্ধ করে নিতে হবে

  7. 7

    সব্জি গুলো জল থেকে তুলে আলাদা ভাবে তুলে রাখতে হবে

  8. 8

    সেদ্ধ করা সব্জি র জল রেখে দিতে হবে

  9. 9

    এবার কড়াই তে তেল দিয়ে তাতে বেগুন,করলা,বড়ি,কাঁচকলা র টুকরো ভেজে তুলে নিতে হবে

  10. 10

    ঐ তেল এ পাঁচফোড়ন র তেজপাতা ফোড়ন হিসাবে দিতে হবে

  11. 11

    নাড়াচাড়া করে দিতে হবে আদা বাটা র অল্প নুন

  12. 12

    1মিনিট কষানোর পর দিতে হবে সর্ষে বাটা

  13. 13

    2মিনিট ধরে নাড়তে হবে

  14. 14

    ভালো করে নাড়তে থাকতে হবে

  15. 15

    3মিনিট মতো নাড়িয়ে আলু র টুকরো গুলো দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকা বন্ধ করে দিতে হবে 15মিনিটের মতো

  16. 16

    ঢাকা খুলে ভালো করে নেড়ে ভাজা সব্জি,সেদ্ধ সব্জি র ভাজা বড়ি দিয়ে নাড়িয়ে মিশিয়ে দিতে হবে

  17. 17

    এবার দিতে হবে নুন,চিনি,র নারকেল কোরা

  18. 18

    সব্জি গুলো র সাথে ভালো করে মিশিয়ে দিতে হবে

  19. 19

    এবার দিতে হবে রেখে দেয়া সেদ্ধ সব্জি র জল

  20. 20

    মিশিয়ে দিতে হবে ময়দা র মিশ্রণ টা

  21. 21

    5মিনিট এর মতো ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে

  22. 22

    5মিনিট বাদে ঢাকনা খুলে নেড়ে রাঁধুনি গুঁড়ো ঘি দিয়ে মিশিয়ে গ্যাস টা বন্ধ করে ঢাকা দিয়ে ঢেকে দিতে হবে

  23. 23

    কিছুক্ষণ পরে ঢাকা খুলে গরম গরম পরিবেশন করুন

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sreeparna Dey
Sreeparna Dey @cook_16545550

Similar Recipes