পেঁয়াজি(peyaji recipe in Bengali)

Mitali Partha Ghosh
Mitali Partha Ghosh @cook_20359533

#রোজকারসব্জী
#পেঁয়াজ
#Week1
সন্ধ্যেবেলায় আমরা চায়ের সঙ্গে কি খাব অনেক সময় ভেবে উঠতে পারিনা। এভাবে পিয়াজি বানিয়ে যদি মুড়ি সহযোগে চা খাওয়া যায় তাহলে সন্ধ্যা টা পুরো জমে যায়।

পেঁয়াজি(peyaji recipe in Bengali)

#রোজকারসব্জী
#পেঁয়াজ
#Week1
সন্ধ্যেবেলায় আমরা চায়ের সঙ্গে কি খাব অনেক সময় ভেবে উঠতে পারিনা। এভাবে পিয়াজি বানিয়ে যদি মুড়ি সহযোগে চা খাওয়া যায় তাহলে সন্ধ্যা টা পুরো জমে যায়।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১০মিনিট
৪জন
  1. ৩টি পেঁয়াজ
  2. ২টি কাঁচালঙ্কা
  3. ১/২ইঞ্চি আদার টুকরো
  4. ১/২চা চামচ গোটা জিরে
  5. স্বাদ অনুযায়ী নুন
  6. ৪চা চামচ বেসন
  7. ২চা চামচ চালের গুঁড়ো
  8. ১/২চা চামচ লঙ্কা গুঁড়ো
  9. ১কাপ সাদা তেল

রান্নার নির্দেশ সমূহ

১০মিনিট
  1. 1

    প্রথমে পেঁয়াজ গুলোকে কুচি করে নিতে হবে।

  2. 2

    এবার ওর মধ্যে লঙ্কা কুচি আদা কুচি দিতে হবে।

  3. 3

    এবার ওর মধ্যে নুন দিয়ে ভালো করে চটকে জলটা বার করে নিতে হবে।

  4. 4

    তারপর মধ্যে লঙ্কাগুঁড়ো গোটা জিরে দিতে হবে।

  5. 5

    এরপর ওর মধ্যে বেসন আর চালের গুঁড়ো দিয়ে ভাল করে মেখে নিতে হবে।

  6. 6

    আশা করি আর জল দিতে হবে না ওই পেঁয়াজের জলে হয়ে যাবে মাখা।

  7. 7

    এবার কড়াইয়ে সাদা তেল দিয়ে গরম হলে হাতে করে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে নিয়ে ভেজে নিতে হবে।

  8. 8

    ভালো করে দুপিট লাল করে ভাজা হলে তুলে নিয়ে মুড়ির সঙ্গে গরম গরমপরিবেশন করতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Mitali Partha Ghosh
Mitali Partha Ghosh @cook_20359533

Similar Recipes