আলুর পুর ভরা টম্যাটো রিং উইথ টম্যাটো সালসা (aloor pur bhora tomato ring salsa recipe in Bengali)

Susmita Sen
Susmita Sen @sneha_26

#রোজকারসব্জী
#টমেটো

নিজের চিন্তা তবে cookpad এর নানা রন্ধন শিল্পীদের দেখে উৎসাহিত। আমার পরিবারের জন্য বানিয়েছি।

আলুর পুর ভরা টম্যাটো রিং উইথ টম্যাটো সালসা (aloor pur bhora tomato ring salsa recipe in Bengali)

#রোজকারসব্জী
#টমেটো

নিজের চিন্তা তবে cookpad এর নানা রন্ধন শিল্পীদের দেখে উৎসাহিত। আমার পরিবারের জন্য বানিয়েছি।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

২০মিনিট
4 জনের
  1. ২টি মাঝারি সাইজের আলু
  2. ১টি বড়ো পেঁয়াজ
  3. ১টি ছোট পেঁয়াজ
  4. ১০গ্রাম ক্যাপ্সিকাম কুচি
  5. ৩টি কাঁচালঙ্কা
  6. ৩টি টোম্যাটো
  7. স্বাদমতোনুন
  8. ১/২ চা চামচ লঙ্কাগুঁড়ো
  9. পরিমান মতোধনেপাতাকুচি
  10. ১/২ চা চামচ চিলি ফ্লেক্স
  11. ১চা চামচ লেবুর রস
  12. ২চা চামচ সাদা তেল
  13. পরিমাণমতোভাজার জন্য সরষের তেল
  14. ২চা চামচ গোবিন্দভোগ চাল ভেজানো
  15. ৩চা চামচ মটর ডাল ভেজানো
  16. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো

রান্নার নির্দেশ সমূহ

২০মিনিট
  1. 1

    রিং বানাবার সব উপকরণ গুছিয়ে নিলাম। আলু সেদ্ধ করে নিলাম। সব সবজি কুচিয়ে নিলাম

  2. 2

    সাদা তেল গরম করে পেঁয়াজ, ক্যাপ্সিকাম কুচি ভেজে নুন ও লঙ্কাগুঁড়ো মিশিয়ে ২টি কাঁচালঙ্কা কুচি ও অল্প ধনেপাতাকুচি মিশিয়ে তাতে সেদ্ধ আলু মেশালাম।

  3. 3

    পুর রেডি

  4. 4

    ২টি টম্যাটো একটু মোটা গোল করে কেটে ভেতরের বীজ বার করে নিলাম

  5. 5

    এই ফাঁকা জায়গায় আলুর পুর ভরে নিলাম।

  6. 6

    চাল,ডাল বেটে অল্প নুন ও হলুদগুড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে নিলাম

  7. 7

    এক একটি পুর ভরা টম্যাটো রিং চাল-ডালের গোলায় ডুবিয়ে কম আঁচে ভালো করে ভেজে নিলাম।

  8. 8

    টম্যাটো সালসার সব উপকরণ গুছিয়ে নিলাম

  9. 9

    টম্যাটো পুড়িয়ে নিলাম

  10. 10

    পোড়া টম্যাটো, পেঁয়াজ ও রসুন কুচিয়ে নিলাম

  11. 11

    সব কুচনো সবজি, ধনেপাতা, ১টি কাঁচালঙ্কা, লেবুর রস, নুন, চিলি ফ্লেক্স, চিনি দিয়ে পিষে নিলাম। খুব মিহি হবেনা।

  12. 12

    ব্যস রেডি টম্যাটো সালসা

  13. 13

    টম্যাটো রিং ও টম্যাটো সালসা একসাথে পরিবেশন করলাম লেবু সহযোগে

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Susmita Sen
Susmita Sen @sneha_26

মন্তব্যগুলি (2)

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
Thanks for sharing such a beautiful recipe👌
The presentation too is appealing🌺
Do visit my profile to like and comment on my recipes. Follow if you wish🍬

Similar Recipes