চিংড়ি মাছের পুরভরা  স্টাফ টমেটো(chingri macher pur bhora stuff tomato recipe in Bengali)

Tapati Mandal
Tapati Mandal @Taputiya12

চিংড়ি মাছের পুরভরা  স্টাফ টমেটো(chingri macher pur bhora stuff tomato recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

15-20মিনিট
5-6জন
  1. 5-6 টাটমেটো
  2. 250-300 গ্রামকুঁচো চিংড়ি মাছ
  3. 2টো পেঁয়াজ
  4. 1 টেবিল চামচ আদা বাটা
  5. 1টেবিল চামচ রসুন বাটা
  6. পুরের  জন্য মসলা
  7. 1টেবিল চামচ লঙ্কা গুঁড়ো,ধনে গুঁড়ো
  8. 1টেবিল চামচ জিরে  গুঁড়ো
  9. 1/2টেবিল চামচ  হলুদ গুঁড়ো
  10. স্বাদ মত নুন
  11. 10-12টাটুথপিক
  12. গেভির  জন্য মশলা
  13. 1টেবিল চামচ আদা বাটা
  14. 1টেবিল চামচ রসুন বাটা
  15. 1টেবিল চামচ কাশ্মীরী   লঙ্কা গুঁড়ো
  16. 1 +1টেবিল চামচ জিরে,ধনে গুঁডো
  17. 1টেবিল চামচ গরম মশলা
  18. স্বাদ মত নুন
  19. প্রয়োজন অনুযায়ী জল
  20. পরিমাণ মত তেল

রান্নার নির্দেশ সমূহ

15-20মিনিট
  1. 1

    প্রথমে কুঁচো চিংড়ি মাছ গুলোকে মিহি করে বেটে নিতে হবে।

  2. 2

    টমেটো গুলোকে ভালো করেধুয়ে মুখ গুলোকে গোল করে কেটে নিতে হবে।

  3. 3

    এরপর চামচে করে ভিতরের অংশ বের করে নিতে হবে।

  4. 4

    এবার বেটে রাখা মাছ গুলোতে সব মসলা ভালো করে মেখে নিতে হবে।

  5. 5

    এরপর একে একে টমেটোর গুলির ভেতর মাছের পুর চেপে চেপে ভরতে হবে।

  6. 6

    এবার কেটে রাখা মুখ গুলিকে দুদিকে টুথপিক দিয়ে গেথে বসিয়ে দিতে হবে।

  7. 7

    ওভেনে একটি পাএ বসিয়ে তাতে তেল দিয়ে পিয়াজের টুকরো গুলিকে ভেজে তুলতে হবে।

  8. 8

    এরপর একে একে আদা রসুন বাটা দিয়ে কষিয়ে নিতে হবে।

  9. 9

    এবার তাতে সব মসলা দিয়ে আর কিছুটা কষিয়ে নিতে হবে।

  10. 10

    এবার ধার বরাবর টমেটো গুলিকে বসিয়ে চাপা দিয়ে দিতে হবে।

  11. 11

    2-3মিনিট হবার পর চাপা সরিয়ে কিছুটা জল দিয়ে টমেটো গুলিকে উলটে দিতে হবে।

  12. 12

    আবার চাপা দিয়ে 5মিনিট হতে দিতে হবে।নামানোর সময় গরম মসলা দিয়ে নামিয়ে নিতে হবে।

  13. 13

    এবার একটা সারভিং ডিসে নামিয়ে নিতে হবে।ভিতরটা হয়েছে কিনা দেখে নেবার জন্য একটি আলাদা ডিসে নিয়ে কেটে নিতে হবে।

  14. 14

    এবার গরম গরম ভাতের সাথে জমিয়ে পরিবেশন করতে হবে স্টাফ টমেটো।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tapati Mandal
Tapati Mandal @Taputiya12

Similar Recipes