কুমড়োর ছক্কা (kumror chokka recipe in Bengali)

Tapati Chakraborty
Tapati Chakraborty @Tapati_21

কুমড়োর ছক্কা (kumror chokka recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৫ জনের জন্য
  1. 500 গ্রামকুমড়ো
  2. 2 টোআলু
  3. 1/2নারকেল কোরা
  4. 6-7 টাবড়ি
  5. পরিমাণ মতবাদাম
  6. 1 টাটমেটো
  7. 4 কোয়া রসুন
  8. 1 চা চামচভাজা মশলা
  9. 1/2 চামচহলুদ গুঁড়ো
  10. স্বাদ মতনুন ও চিনি
  11. পরিমাণ মততেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে আলু ও কুমড়ো ভাল করে ভেজে নিতে হবে

  2. 2

    পর বড়ি ও নারকেল কুচি ভেজে নিতে হবে

  3. 3

    কড়াইতে চা-চামচ সর্ষের তেল দিয়ে গোটা জিরে শুকনো লঙ্কা ফোঁড়ন দিতে হবে

  4. 4

    ওই তেলে রসুন বাটা ও ভিজে নেওয়া সবজি গুলো দিতে হবে

  5. 5

    ওর মধ্যে পরিমাণ মতো নরম হলুদ ধনী ও জিরের গুঁড়ো নারকোল কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে

  6. 6

    সিদ্ধ হয়ে গেলে অল্প চিনি দিয়ে নাড়াচাড়া করতে হবে।এবার বড়ি ভাজা গুলো, বাদাম, গরম মসলা ও ঘি দিয়ে নামিয়ে ফেললেই রেডি হয়ে যাবে কুমড়োর ছক্কা

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Tapati Chakraborty

মন্তব্যগুলি

Swati Bharadwaj
Swati Bharadwaj @explorefoodwithSwati
রেসিপিটা বেশ ভালো লাগলো🌺
উপস্থাপনাও বেশ ছিমছাম🚀
🍬
আমার রেসিপি গুলো সময় পেলে দেখে লাইক দিতে পারেন আর পছন্দ হলে অনুসরণ দেবেন।🌷

Similar Recipes