রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

৩০মিনিট
৩জন
  1. ১০০গ্রাম পাকা কুমড়ো
  2. ১/৪ কাপ তেঁতুলের ক্বাথ
  3. ২ চা চামচ চিনি
  4. ৪চা চামচ আঁখের গুড়
  5. প্রয়োজন মতনুন
  6. ১ চা চামচ সর্ষে
  7. ১ চা চামচ পাঁচ ফোঁড়ন
  8. ২টি শুকনো লঙ্কা
  9. ২ চা চামচ সর্ষের তেল
  10. প্রয়োজন মতজল
  11. ৩টি খেজুর
  12. ২ চা চামচ কিসমিস
  13. ৮-১o টি কাজু

রান্নার নির্দেশ সমূহ

৩০মিনিট
  1. 1

    প্রথমে কুমড়ো খোসা ছাড়িয়ে পছন্দমত সাইজে কেটে নিতে হবে | তেঁতুল ১ কাপ জলে ভিজিয়ে রেখে ছেঁকে নিতে হবে ।

  2. 2

    সর্ষে, লংকা,পাঁচফোঁড়ন, কাজুকিসমিস গুছিয়ে নিতে হবে | খেজুর বীজ বের করে রাখতে হবে | সর্ষে ও পাঁচ ফোড়ন কড়াইতে টেলে ঠান্ডা হলে গুঁড়িয়ে রাখতে হবে |

  3. 3

    প্যানে সর্ষে তেলে,লংকা ও পাঁচফোঁড়ন দিয়ে কুমড়ো সামান্য ভেজে নুন হলুদ লংকা গুড়া দিয়ে ১ কাপ জলে সেদ্ধ করতে হবে |

  4. 4

    কুমড়ো সেদ্ধ হয়ে এলে তাতে কাজুকিসমিস, খেজুর ও তেঁতুলের কাথ দিয়ে ফুটিয়ে গুড় চিনি মিশাতে হবে ৷সামান্য ফুটে. চিনি গলে গেলে সর্ষে পাঁচ ফোঁড় নের ভাজা গুঁড়া মশলাটা ছড়িয়ে নামিয়ে ফেলতে হবে | ভাত বা রুটির সাথে পরিবেশন করতে হবে (এটি একটি ট্রাডিশনাল নিরামিষ রান্না | আমাদের বাড়িতে এটিতে কুমড়ার সাথে রাঙালু,মূলো, বীট,গাজর, টমেটোও বড়ি দিয়ে তৈরী করা হয় | বিখ্যাত ঠাকুরবাড়ির পূর্নিমা ঠাকুরের রান্নাতে ও এটি স্থান পেয়েছে)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Srilekha Banik
Srilekha Banik @cook_21083076

Similar Recipes