মিষ্টি কুমড়োর ধোঁকা (Misti kumror dhoka recipe in Bengali)

Sanchita Das
Sanchita Das @cook_SanchitaDas30
Bhubaneswar

মিষ্টি কুমড়োর ধোঁকা (Misti kumror dhoka recipe in Bengali)

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. ২৫০ গ্রাম টুকরো করা মিষ্টি কুমড়ো
  2. ১/২ কাপ ছোলার ডাল
  3. ৪ টে কাঁচা লঙ্কা
  4. ২ চা চামচ আদা বাটা
  5. ১/২ টেবিল চামচ জিরা গুঁড়ো
  6. ২ চিমটি হিং
  7. স্বাদ মতলবণ এবং চিনি
  8. ১/২ চা চামচ হলুদ গুঁড়ো
  9. ১/২ চা চামচ লাল লঙ্কা গুঁড়ো
  10. ১ চা চামচ ঘি
  11. ১ চিমটি গরম মশলা গুঁড়ো
  12. ২ টো তেজপাতা
  13. ১ টা শুকনো লঙ্কা
  14. ১/৪ চা চামচ কালোজিরা
  15. ১/৪ চা চামচ সাদা জিরে
  16. ১ টা টমেটো পিউরি
  17. প্রয়োজন অনুযায়ী তেল
  18. ১ টা বড় টুকরো করা আলু

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    ডাল সারারাত ভিজিয়ে রাখতে হবে। সকালে দুটো কাঁচালঙ্কা ও ১ চা চামচ আদা বাটা দিয়ে ডাল পেস্ট করে নিতে হবে ।

  2. 2

    কড়াইতে দেড় টেবিল চামচ তেল গরম কালো জিরা ও ১ চিমটি হিং ফোড়ন দিয়ে নেড়েচেড়ে কুমড়োর টুকরো ও লবণ দিয়ে ঢেকে ঢেকে এবং মাঝে মাঝে নেড়ে চেড়ে সেদ্ধ হয়ে গেলে ঘেঁটে দিয়ে ডাল বাটার সঙ্গে মিশিয়ে কষিয়ে শুকনো হলে তেল মাখানো পাত্রে ঢেলে চেপে চেপে সমান করে দিতে হবে। গরম অবস্থায় কেটে ঠান্ডা হলে তেল গরম করে তাতে ভেজে তুলে রাখতে হবে। এরপর লবণ হলুদ মাখানো আলু ওই তেলে ভেজে তুলে রাখতে হবে।

  3. 3

    দই কড়াইতে 2 টেবিল চামচ তেল গরম করে তাতে শুকনো লঙ্কা, তেজপাতা ও সাদা জিরা ফোড়ন দিয়ে ম
    নেড়েচেড়ে হিং ও ১ চা চামচ আদা বাটা দিয়ে নেড়েচেড়ে টমেটো পিউরি দিয়ে কষিয়ে আলু দিয়ে মিশিয়ে তেল ছাড়া পর্যন্ত কষাতে হবে। তারপর জল দিয়ে ফুটলে ভাজা ধোঁকা দিয়ে ৩ থেকে ৪ মিনিট ফুটিয়ে ঘি চিনি গরম মশলা গুঁড়ো দিয়ে মিশিয়ে নামাতে হবে। তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়োর ধোঁকার ডালনা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Sanchita Das
Sanchita Das @cook_SanchitaDas30
Bhubaneswar

মন্তব্যগুলি (6)

Asmita Rupani
Asmita Rupani @Tastelover_Asmita
Your all recipes are superb and delicious. You can check my profile and follow me if you wish.

Similar Recipes