লাল শাক অমলেট (Lal Saak Omelette in Bengali Recipe)

শেফ মনু।
শেফ মনু। @chefmoonu
কলকাতা।

লাল শাক অমলেট খেলেছেন। এটি অসাধারণ খেতে লাগে এবং ঝটপট বানিয়ে ফেলুন যায়কিনা এই সময়ে সহজেই বাজারে পাওয়া যায়া। আসুন জেনে নিই এই রেসিপিটা।
chefmoonu chefmoonuskitchen

লাল শাক অমলেট (Lal Saak Omelette in Bengali Recipe)

লাল শাক অমলেট খেলেছেন। এটি অসাধারণ খেতে লাগে এবং ঝটপট বানিয়ে ফেলুন যায়কিনা এই সময়ে সহজেই বাজারে পাওয়া যায়া। আসুন জেনে নিই এই রেসিপিটা।
chefmoonu chefmoonuskitchen

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

১৫
  1. ১ কাপ লাল শাক পাতা
  2. ২ টি ডিম
  3. ২ কোয়া রসুন
  4. ১ টেবিল চামচ দুধ ঐচ্ছিক
  5. স্বাদমতোলবণ
  6. ২ চা চামচ সর্ষের তেল
  7. ১/২ চা চামচ চিলি ফ্লেক্স সিজনিংয়ের জন্য ঐচ্ছিক

রান্নার নির্দেশ সমূহ

১৫
  1. 1

    উপাদানগুলি প্রস্তুত করুন। লাল শাকপাতা ধুয়ে কেটে নিন। পাতা শুকনো হতে দেবেন না। জল টাকে ঝেড়ে নিন। রসুন পাতলা করে কেটে নিন। একটি বাটিতে ডিম গুলি ফেটিয়ে নিয়ে দুধ যোগ করুন। এক চিমটি লবণ মেশান, এবং কুসুমটি ভালভাবে মিশ্রিত করার জন্য ডিমগুলি আলতো করে ফেটিয়ে নিন।

  2. 2

    ফ্রাইং প্যান গরম করুন, এবং তেল দিয়ে কাঁটা লালশাক, রসুন যোগ করুন এবং কিছুটা লবণ ছিটিয়ে দিন। লাল শাক ভাজা হলে প্যান থেকে শাক গুলি সরিয়ে নিন।

  3. 3

    প্যানে তেল ঢালুন এবং একটি স্প্যাচুলা দিয়ে সমানভাবে ছড়িয়ে দিন। মাঝারি আঁচে ডিমের মিশ্রণ টি ঢালুন। প্যানটি কাত করুন এবং ডিমগুলি সমানভাবে ছড়িয়ে দিন। অমলেট সেট হতে শুরু করার সাথে সাথে, স্প্যাচুলা দিয়ে প্রান্তের কাছে তুলুন যাতে রান্না না করা ডিমগুলি প্যানের নীচে পৌঁছাতে পারে।

  4. 4

    এবার ভাঁজা লাল শাক গুলি অমলেট মাঝ বরাবর এমন ভাবে রাখুন যাতে অমলেটি দুই দিকে ফোল্ড করা যায়। উনান এর শিখা টি নামিয়ে রান্না করুন। অমলেটি লাল শাক এর উপর আলতো ফোল্ড করে দুই দিকেই ভাল করে উল্টে পাল্টে অমলেটটি ভেজে নিন। হয়েগেলো আপনার লাল শাক অমলেট। সকালের জলখাবার এর থেকে ভাল কিছু আর হতে পারেনা।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
শেফ মনু।
কলকাতা।
Facebook: @chefmoonu, Instagram: @chef_moonu, YouTube: @chefmoonuskitchen- স্বাস্থ্যকর খাবার সহজ উপায়ে রান্না করাই ভালো। নিজের স্বাদ ও আত্মবিশ্বাসের সঙ্গে রান্না করুন।
আরও পড়ুন

Similar Recipes