পেঁপে আলু দিয়ে চারাপোনার ঝোল (pepe aloo diye chara ponar jhol recipe in Bengali)

Antara Chakravorty
Antara Chakravorty @cook_29117412

#FF

পেঁপে আলু দিয়ে চারাপোনার ঝোল (pepe aloo diye chara ponar jhol recipe in Bengali)

#FF

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
শেয়ার

উপকরণ

  1. 250 গ্রামপেঁপে
  2. 2 টিআলু
  3. 300 গ্রামচারাপোনা
  4. 1 টিটমেটো
  5. 2 টিকাঁচালঙ্কা
  6. 1 চা চামচআদা বাটা
  7. 1 চা চামচ জিরে গুঁড়ো
  8. 1 চা চামচহলুদ গুঁড়ো
  9. 1 চা চামচগোটা জিরে
  10. 1/2 চা চামচচিনি
  11. স্বাদ মতলবণ
  12. 50 এম এলসর্ষের তেল

রান্নার নির্দেশ সমূহ

  1. 1

    প্রথমে মাছে লবণ ও হলুদ গুঁড়ো মাখিয়ে তেল গরম করে ভেজে নিতে হবে। এবার আলু পেঁপে পাতলা ও লম্বা করে কেটে নিয়ে, কড়াইতে দুই চামচ তেল গরম করে এর মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে আলু পেঁপের টুকরো গুলো হালকা করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেম লো তে থাকবে । অল্প লবণ ও হলুদ গুঁড়ো দিয়ে ঢাকা চাপা দিয়ে 5 মিনিট রান্না করতে হবে। আলু পেঁপের থেকে যে জল বেরোবে তাতেই আধসেদ্ধ হয়ে যাবে, আলাদা করে আর জল দেওয়ার দরকার নেই এই স্টেজে।

  2. 2

    এবার ভেজে রাখা আলু পেঁপে গুলো তুলে নিয়ে আবার দুই চামচ তেল দিতে হবে কড়াইতে। এবার এর মধ্যে একে একে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাঁটা, টমেটো কুচি, লবণ ও চিনি দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে সব মশলা । মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলু পেঁপের টুকরো গুলো দিয়ে মিশিয়ে নিতে হবে।

  3. 3

    এবার এক কাপ গরম জল অ্যাড করে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিলেই রেডি মাছের ঝোল। ওপর থেকে দুটো কাঁচালঙ্কা চিরে দিয়ে দিতে হবে।

রেসিপি এডিট করুন
See report
শেয়ার
Cook Today
Antara Chakravorty
Antara Chakravorty @cook_29117412

মন্তব্যগুলি

Similar Recipes